RG Kar Rape and Murder Case

ধর্মতলায় অনশনমঞ্চ: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে যুক্ত দুই ডাক্তারকে এক বছরের পুরনো মামলায় ডেকে জেরা পুলিশের

গত সোমবারই হেয়ার স্ট্রিট থানায় জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে এবং বৌবাজার থানায় ইন্টার্ন ঋতব্রত ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বুধবার ডাকা হয়েছিল জুনিয়র ডাক্তার অঞ্জন মণ্ডল এবং অনিন্দ্যসুন্দর মণ্ডলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ২০:২১
Share:

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। —ফাইল চিত্র।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত থাকা দুই জুনিয়র ডাক্তারকে এক বছরের পুরনো মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ।

Advertisement

গত সোমবারই হেয়ার স্ট্রিট থানায় জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে এবং বৌবাজার থানায় ইন্টার্ন ঋতব্রত ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বুধবার ডাকা হয়েছিল জুনিয়র ডাক্তার অঞ্জন মণ্ডল এবং অনিন্দ্যসুন্দর মণ্ডলকে। বিকেল ৪টে নাগাদ অঞ্জন বৌবাজার থানায় এবং অনিন্দ্যসুন্দর হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার জানান, গত আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত বছর ধর্মতলায় মঞ্চ বেঁধে জুনিয়র ডাক্তারেরা যে আন্দোলন করেছিলেন, তাতে আইন ভাঙা হয়েছে বলে দাবি করে নোটিস পাঠিয়েছে পুলিশ। অনিন্দ্যসুন্দর মঞ্চ বাঁধার যাবতীয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁকে ন’টি নোটিস ধরিয়েছে পুলিশ।

Advertisement

দেবাশিস বলেন, ‘‘প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। পুলিশ হেনস্থা করছে আমাদের। এক বছর আগের মামলায় এখন নোটিস ধরাচ্ছে। আরজি কর ঘটনার এক বছর পূর্ণ হয়েছে কয়েক দিন আগে। এক বছর পূর্তিতে যাতে জুনিয়র ডাক্তারেরা কোনও প্রতিবাদ-বিক্ষোভে শামিল না হন, তার জন্য ভয় দেখাতেই আগে এই নোটিস পাঠানো হচ্ছিল।’’

গত সোমবার অনুষ্টুপ এবং ঋতব্রত হাজিরা দেওয়ার পরেই থানার বাইরে ক্ষোভে ফেটে পড়েছিলেন ডাক্তারদের একাংশ। সেই দিন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে বিক্ষোভে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। ইচ্ছাকৃত ভাবে ডাক্তারদের চিহ্নিত করে তলব করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরাও। একই ভাবে বুধবারও থানার বাইরে বিক্ষোভ দেখান ডাক্তারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement