Kolkata Police Raid

কলকাতায় নারীপাচারের অভিযোগ! পুলিশি অভিযানে উদ্ধার করা হল নাবালিকাদের, ধৃত দম্পতি-সহ ৬

কলকাতার বড়তলা এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে নাবালিকাদের উদ্ধার করল পুলিশ। ওই বাড়িটিতে এক মধ্যবয়স্ক এক দম্পতি দেহব্যবসা চালাতেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত ওই দম্পতি এবং চার সন্দেহভাজন পাচারকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫
Share:

কলকাতার বড়তলায় পুলিশি হানায় উদ্ধার ৯ নাবালিকা। — প্রতীকী চিত্র।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধার করা হল ৯ জন নাবালিকাকে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার কলকাতার বড়তলা থানা এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ি থেকে নাবালিকা-সহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বড়তলার যে বাড়িটিতে পুলিশ অভিযান চালিয়েছে, সেখানে এক মধ্যবয়স্ক দম্পতি দেহব্যবসা চালাতেন বলে অভিযোগ। অভিযুক্ত অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বড়তলা থানা এলাকারই বাসিন্দা।

এ ছাড়া পাচারকারী সন্দেহে আরও চার জনকে পাকড়াও করেছেন পুলিশকর্মীরা। সন্দেহভাজন ওই পাচারকারীদের মধ্যে এক তরুণীও রয়েছেন। ধৃতদের নাম সুমন হালদার, দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরী এবং পূজা মিস্ত্রি। ওই চার পাচারকারীর মধ্যে সুমনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। বাকি তিন জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁদের বয়স ২২-৩৪ বছরের মধ্যে। কী কারণে ওই নাবালিকাদের সেখানে নিয়ে আসা হয়েছিল, তাঁদের পাচার করার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

কলকাতা এবং সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই বিভিন্ন স্পা এবং মেসেজ পার্লারে দেহব্যবসার অভিযোগ ওঠে। এই ধরনের ঘটনাগুলি বন্ধ করতে পুলিশের তরফে ধারাবাহিক অভিযানও চালানো হয়। বুধবার রাতে গোপন সূত্রে মানবপাচারের বিষয়ে খবর পেয়ে বড়তলা থানা এলাকার ওই বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। ওই অভিযানেই নাবালিকাদের উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ওই দম্পতি-সহ ছ’জনকে। ধৃতদের জেরা করে এই ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়েও বিশদ জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement