প্রথম দিনই পাকড়াও ৬ ‘রোমিও’

পুলিশ জানায়, এ দিন সকালে বিড়লা তারামণ্ডল থেকে ক্যাথিড্রাল রোডের উপরে ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে নজরদারি চালানোর সময়ে মহিলা পুলিশকর্মীরা দেখেন, মোবাইল নম্বর জানতে চেয়ে কিছু তরুণীকে উত্ত্যক্ত করছে ছ’জন যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০২:৫০
Share:

এক দিনের মাথাতেই সাফল্য পেল কলকাতা পুলিশের বিশেষ মহিলা দল— দ্য উইনার্স।

Advertisement

পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে বুধবার এই দল কলকাতার রাস্তায় নামে। আর বৃহস্পতিবারই মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে হাতেনাতে ছ’জন ‘রোমিও’-কে আটক করল দ্য উইনার্স।

পুলিশ জানায়, এ দিন সকালে বিড়লা তারামণ্ডল থেকে ক্যাথিড্রাল রোডের উপরে ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে নজরদারি চালানোর সময়ে মহিলা পুলিশকর্মীরা দেখেন, মোবাইল নম্বর জানতে চেয়ে কিছু তরুণীকে উত্ত্যক্ত করছে ছ’জন যুবক। প্রকাশ্যে তরুণীকে এ ভাবে হেনস্থা হতে দেখে কর্তব্যরত বাহিনীর কর্মীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। পরে হেস্টিংস থানার পুলিশের হাতে ওই ছয় যুবককে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, জেনারেল ডায়েরি করে এবং সতর্ক করে ওই যুবকদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কী কারণে আটক করা হয়েছিল, তা-ও পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বাহিনীর সাফল্যে খুশি কলকাতা পুলিশ।

Advertisement

পুলিশের একটি সূত্রের খবর, শহরে নিয়মিত মহিলাদের বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ জমা পড়ে। সে সব রুখতেই কলকাতা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) অপরাজিতা রাইয়ের অধীনে ৩০ জন মহিলা পুলিশকে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হয়েছে। ‘অ্যান্টি ইভটিজিং’ বা ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ হিসেবেই এই দলকে প্রশিক্ষিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement