Bhawanipur Police Station

ইউপিআই-এ লেনদেনের সূত্র ধরে অপহরণের কিনারা করল পুলিশ, উদ্ধার অপহৃত, গ্রেফতার পাঁচ

শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তাপসী মজুমদার অভিযোগ করেন, তাঁর স্বামী তিমির মজুমদারকে ভবানীপুর এলাকার নেতাজি ভবনের সামনে থেকে জনাকয়েক ব্যক্তি অপহরণ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১২:৪৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

অপহরণের অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ! ইউপিআই মাধ্যমে মুক্তিপণের লেনদেনের সূত্র ধরে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকেও।

Advertisement

শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তাপসী মজুমদার অভিযোগ করেন, তাঁর স্বামী তিমির মজুমদারকে ভবানীপুর এলাকার নেতাজি ভবনের সামনে থেকে জনাকয়েক ব্যক্তি অপহরণ করেছেন। মুক্তিপণ হিসেবে তারা পাঁচ লক্ষ টাকাও চেয়েছেন বলে পুলিশকে জানান তাপসী। অভিযোগ দায়েরের পরে তদন্তে নেমে ওই দিন রাতেই প্রথমে যাদবপুর থেকে এক জনকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করে সুকান্ত সেতুর কাছে একটি অভিজাত আবাসনের এগারো তলায় হানা দিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। সেখান থেকেই অন্য অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

কী ভাবে এত দ্রুত সাফল্য পেল পুলিশ? ভবানীপুর থানার একটি সূত্র জানাচ্ছে, অপহরণকারীদের এক জনের নির্দেশে একটি অজানা মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত ইউপিআই মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন তাপসী। সেই সূত্র ধরে যাদবপুরের সুকান্ত সেতুর কাছে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জেরা করে অদূরে রাজা এসসি মল্লিক রোডের ওই বহুতল থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেখানেই সন্ধান মেলে অপহৃতের। ধৃতদের নাম, সজল বসু, সুদীপ মজুমদার, সমীরকুমার দেব, সুমন বসু এবং সন্দীপন (চিমা) দাস। পুলিশের একটি সূত্রে জানাচ্ছে, ধৃতেরা মজুমদার দম্পতির পূর্বপরিচিত। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ঠাকুরপুকুর থেকে এক যুবককে অপহরণের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement