চিংড়িঘাটা মোড়ে মেট্রোর কাজের জন্য কত ক্ষণ বন্ধ থাকবে ইএম বাইপাস? —ফাইল চিত্র।
নভেম্বরে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হলে ব্যস্ত রাস্তায় কী ভাবে যান চলাচল সচল রাখা হবে, তার একটা প্রস্তুতি সেরে রাখতে চাইছে কলকাতা পুলিশ। শনিবার মধ্যরাতে সেই মহড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মেট্রোর ভায়াডাক্ট তৈরির জন্য আগামী ১৪-১৬ নভেম্বর এবং ২১-২৩ নভেম্বর এই দু’টি পর্যায়ে চিংড়িঘাটায় ‘ট্রাফিক ব্লক’ নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। প্রাথমিক ভাবে তার জন্য দু’দিন মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রবিবার ওই এলাকায় ভিআইপিদের যাতায়াত হয়, তাই শেষে এক দিনের জন্য এই মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর সেই মহড়া হবে শনিবার মধ্যরাতে। এর মধ্য দিয়েই পরীক্ষা করে দেখা হবে, কী ভাবে ভবিষ্যতে দীর্ঘ সময়ের ‘ট্রাফিক ব্লক’ সামলানো যায় এবং মূল কাজের সময় গাড়ির চাপ অন্য পথে সরানো সম্ভব হয়।
রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সূত্রে খবর, এই মহড়ার মূল হল ভায়াডাক্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন কার্যকর হয় তা যাচাই করা। মেট্রো প্রকল্পের এই অংশটি দীর্ঘ দিন ধরেই সমস্যায় আটকে ছিল। চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রতিদিন বিশাল যানজট তৈরি হয়। তার ওপর মেট্রোর কাজ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই রাতের পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরভিএনএল জানিয়েছে, এই প্রাথমিক মহড়ার অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই মহড়ার জন্য কয়েকটি বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। তাঁরা সহযোগিতা করতে রাজি হয়েছেন। ওই সূত্রটি জানিয়েছে, মাঝেরপাড়ায় একটি ট্রাফিক পোস্টের কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার সেটি তৈরি করে ফেলা হয়েছে। তবে এখনও কিছু বিষয় রয়েছে যেগুলি আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মেটানো হতে পারে। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা অনুযায়ী, ইএম বাইপাসের দু’পাশে এই মহড়া হবে দু’ঘন্টার জন্য। উত্তরে ভেড়ির দিকের রাস্তা শনিবার মধ্যরাত থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। সেই সময় মাঝেরপাড়ার দিকে যাওয়ার জন্য চিংড়িঘাটা উড়ালপুলের বাঁ দিকে ভেড়ির কাছে মেট্রো যে নতুন রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা ব্যবহার করতে হবে। নতুন রাস্তা ধরেই সেই সময় যান চলাচল করবে।
পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দক্ষিণগামী রাস্তা রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। এই পথে চিংড়িঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ব্লক নেওয়া হবে। সেই সময় একটু ডান দিক ঘেঁষে উত্তরমুখী রাস্তা ধরে কিছুটা এগিয়ে আবার চিংড়িঘাটা উড়ালপুল যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আবার স্বাভাবিক পথ ধরে এগিয়ে যেতে পারবে বাহনগুলি। সেই সময় মাঝেরপাড়া ট্রাফিক সিগন্যালের সঙ্গে বাইপাসে চিংড়িঘাটা সিগন্যালের মধ্য সামঞ্জস্য রেখে যান চলাচল সচল রাখা হবে।
প্রসঙ্গত, চিংড়িঘাটা মেট্রোর কাজ অনেক দিন ধরেই আটকে ছিল। সেই জট কাটাতে কালকাতা হাই কোর্টের নির্দেশে গত মঙ্গলবার বৈঠকে বসেন মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরা। সূত্রের খবর, ওই বৈঠকে নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লক নিয়ে ওই এলাকায় কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বরের নির্দিষ্ট সপ্তাহগুলিতে শুক্র, শনি এবং রবিবার ট্রাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ের মধ্যে আরভিএনএল ৩৬৬ মিটার অসমাপ্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে।
কর্মকর্তাদের আশা, এই কাজ সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন (বিমানবন্দর) পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা যাবে। ফলে বহুপ্রতীক্ষিত প্রকল্পের গতি বাড়বে। বৈঠকে চিংড়িঘাটা আন্ডারপাস তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে।