রাতের নিরাপত্তা বাড়াবে পুলিশ

দু’টি ঘটনাতেই রাতের শহরে নজরদারিতে থাকা পুলিশকর্মীদের চোখ এড়িয়ে কেটে পড়েছিল অভিযুক্তেরা। পরে সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরা হয়। তাই এ বার রাতের শহরের নিরাপত্তায় নজরদারি জোরদার করতে নির্দেশ দিল লালবাজার।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৪:১০
Share:

চলতি মাসের গোড়ায় খুনের পরে মাঝ রাতে বিনা বাধায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে গা ঢাকা দিয়েছিল নিউ আলিপুরের বৃদ্ধ খুনের দুই অভিযুক্ত। মাস দুয়েক আগে নেতাজিনগরে এক বৃদ্ধাকে খুন করার পরে রাতে হেঁটে এবং পরে বাসে চেপে পালিয়ে গিয়েছিল পাঁচ অভিযুক্তও।

Advertisement

দু’টি ঘটনাতেই রাতের শহরে নজরদারিতে থাকা পুলিশকর্মীদের চোখ এড়িয়ে কেটে পড়েছিল অভিযুক্তেরা। পরে সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরা হয়। তাই এ বার রাতের শহরের নিরাপত্তায় নজরদারি জোরদার করতে নির্দেশ দিল লালবাজার।

সূত্রের খবর, রাতে পুলিশকর্মীরা ঠিক মতো কাজ করছেন কি না তা ঘুরে ঘুরে দেখতে বলা হয়েছে অফিসারদের। রাতে পুলিশকর্মীদের উপরে নজরদারির জন্য বাহিনীতে দুই স্তরের আধিকারিকেরা থাকেন—সিনিয়র নাইট রাউন্ড অফিসার বা ডেপুটি কমিশনার (ডিসি) পদ মর্যাদার অফিসার এবং জুনিয়র নাইট রাউন্ড অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদমর্যাদার অফিসার। প্রতি দিন এক জন করে ডিসি এবং দু’জন এসি দায়িত্বে থাকেন। তাঁদের ভিআইপিদের বাড়ির নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থান, পুলিশ কিয়স্ক, মোবাইল ভ্যান, পুলিশ পিকেট-সহ বিভিন্ন জায়গার নিরাপত্তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

Advertisement

যদিও এক পুলিশকর্তা জানান, এই নির্দেশিকা নতুন কিছু নয়। নির্দেশিকায় শুধু পুলিশকর্মীদের ঠিক মতো কর্তব্য পালনের কথা নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র এবং সিনিয়র নাইট রাউন্ড অফিসারদের দেখতে বলা হয়েছে রাতে টহলদারি ভ্যান ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের কর্মীরা কী করছেন। নিরাপত্তারক্ষীদের সকলকে এক সঙ্গে গাড়িতে বসে থাকতে নিষেধ করা হয়েছে। রাতে কোনও ঘটনা ঘটলে লালবাজার কন্ট্রোল রুমের পাশাপাশি শীর্ষকর্তাদের অবহিত করতে বলা হয়েছে। নজর রাখতে বলা হয়েছে থানার লক আপ এবং সেন্ট্রাল লক আপে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ প্রাতঃর্ভ্রমণের স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন