‘সাবমেরিন’ বাঁচাতে পুলিশি ব্যবস্থা জগৎ মুখার্জি পার্কে

সাবমেরিনে চেপে ‘জলছবি’ দেখতে গিয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে সে জন্য লালবাজারের নজরে জগৎ মুখার্জি পার্কের পুজো৷ গত বছর পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে কার্যত নাকানিচোবানি খেয়েছিল পুলিশ।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ০০:২৬
Share:

সজ্জা: জোরকদমে চলছে মণ্ডপের কাজ। শনিবার, জগৎ মুখার্জি পার্কে। ছবি: স্বাতী চক্রবর্তী

‘ডাউন বনগাঁ লোকাল’-এর ভিড় থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ। এ বার সাবমেরিনে চেপে ‘জলছবি’ দেখতে গিয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে সে জন্য লালবাজারের নজরে জগৎ মুখার্জি পার্কের পুজো৷ গত বছর পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে কার্যত নাকানিচোবানি খেয়েছিল পুলিশ। এক সময়ে সাময়িক ভাবে মণ্ডপে ঢোকা বন্ধ করে দিতে হয়েছিল পুলিশকে। আর তা থেকে শিক্ষা নিয়েই এ বার আর রাশ আলগা করতে চান না লালবাজারের কর্তারা। তাই এ বছর আগেভাগেই জগৎ মুখার্জি পার্কের পুজোর জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে জগৎ মুখার্জি পার্ক সংলগ্ন এলাকাতেই রাখা হবে একশোর বেশি পুলিশকর্মী। দায়িত্বে থাকবেন এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এ ছাড়াও ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারদের পাশাপাশি মহিলা পুলিশ বাহিনীও থাকছে সাবমেরিনের ভিড় সামলাতে।

Advertisement

পুলিশ জানায়, এ বার দর্শনার্থীদের শোভাবাজার মেট্রোর দিক থেকে বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে এসে মদনমোহনতলা স্ট্রিটে প্রবেশ করতে হবে। ওই রাস্তা দিয়ে গোকুল মিত্র লেন থেকে ইউ টার্ন করে এসে জগৎ মুখার্জি পার্কের মণ্ডপে ঢোকা যাবে। মণ্ডপে প্রবেশের জন্য একটি গেট নির্দিষ্ট করা হয়েছে। ভিড় সামলাতে পুলিশের নির্দেশে পার্কের আগের গেট ভেঙে তার আয়তন বৃদ্ধিও করা হচ্ছে। বেরোনোর জন্য থাকছে দু’টি গেট। একটি দিয়ে রবীন্দ্র সরণি পৌঁছনো যাবে। এক পুলিশ কর্তার কথায়, ওই গেট দিয়ে বেরিয়ে কুমোরটুলি পার্ক বা বাগবাজার সর্বজনীন পৌঁছনো যাবে। অন্যটি দিয়ে গিরিশ অ্যাভিনিউ বা রাজবল্লভ পাড়ার দিকে যাওয়া যাবে।

গত বছর পুজোয় ‘ডাউন বনগাঁ লোকাল’ থিম করে হইচই ফেলে দিয়েছিল জগৎ মুখার্জি পার্ক৷ ভিড় উপচে পড়েছিল মণ্ডপে। ভিড় সামলাতে পুলিশকে বারবার বন্ধ করে দিতে হয়েছিল মণ্ডপ দর্শন। এ বার তাই ওই পুজোর জন্য নজিরবিহীন পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় শ্যামপুকুর থানা, জোড়াবাগান ও শ্যামবাজার ট্র্যাফিক গার্ডকে নিয়ে বৈঠক করেন লালবাজারের কর্তারা। মণ্ডপ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়নের পাশাপাশি ছোট বড় সব রাস্তায় বাঁশের ব্যারিকেড করা হচ্ছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট জায়গা করা হচ্ছে। পুলিশের দাবি, দীর্ঘ দিনের পুজো হলেও এমন ব্যবস্থা এ বারই প্রথম নেওয়া হচ্ছে। আশপাশের রাস্তায় অযথা ভিড় এড়াতে খাবারের স্টল বসাতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

লালবাজারের এক কর্তার কথায়, বড় দুর্গার ভিড়ের জেরে গত দু’বছর রাসবিহারী, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকার রাস্তায় গাড়ি যাতায়ত কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। জগৎ মুখার্জি পার্কে ভিড়ের চাপে সাবমেরিন যাতে ডুবে না যায় সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন