পথে বিধি মেনে চললে ইনাম-প্রস্তাব

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক-বিধি মেনে যাতে গাড়ি চলে, সে জন্য সম্প্রতি শহরের বিভিন্ন ট্র্যাফিক গার্ডের কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল লালবাজারের তরফে। সেই মতো বেশ কয়েকটি ট্র্যাফিক গার্ডের তরফে চালকদের তিরস্কারের বদলে পুরস্কৃত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ১২:০০
Share:

নিয়ন্ত্রণে: চলতে হবে নিয়ম মতে। নিজস্ব চিত্র

শাস্তি নয়। দুর্ঘটনা কমাতে এ বার পুরস্কার চালু করার প্রস্তাব পৌঁছল লালবাজারে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক-বিধি মেনে যাতে গাড়ি চলে, সে জন্য সম্প্রতি শহরের বিভিন্ন ট্র্যাফিক গার্ডের কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল লালবাজারের তরফে। সেই মতো বেশ কয়েকটি ট্র্যাফিক গার্ডের তরফে চালকদের তিরস্কারের বদলে পুরস্কৃত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কী বলা হয়েছে ওই প্রস্তাবে?

Advertisement

লালবাজার সূত্রের খবর, প্রতি বছর শহরে গড়ে চারশোর বেশি মানুষ পথ-দুর্ঘটনার শিকার হন। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ চালু হওয়ার পরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও দুর্ঘটনা কমেনি। এ বার সেই দুর্ঘটনা হ্রাস করতে কয়েকটি ট্র্যাফিক গার্ডের তরফে লালবাজারকে প্রস্তাব দেওয়া হয়েছে, যে সব গাড়ি এক বছর কোনও রকম ট্র্যাফিক-আইন অমান্য করেনি, তাদের পুরস্কার দেওয়া হোক।

কলকাতা পুলিশের এক কর্তার কথায়, ‘‘আইন মেনে চলা ওই সব গাড়ির এক বছরের বিমা মকুব করারও প্রস্তাব এসেছে। এই নীতি চালু হলে আইনভঙ্গকারী গাড়ির চালকেরা সর্তক হবেন বলে মনে হয়।’’

আরও পড়ুন: করে দেখানোর স্বপ্ন ছাড়েননি শত যন্ত্রণাতেও

পুলিশ সূত্রের খবর, বিমা মকুবের পাশাপাশি বেসরকারি বাসের বাঁ দিকের অংশ পুরো কাচের করার প্রস্তাবও দেওয়া হয়েছে। পুলিশের একাংশের ব্যাখ্যা, শহরের দুর্ঘটনার সিংহভাগই ঘটায় বেসরকারি বাস। অধিকাংশ দুর্ঘটনা সেগুলির বাঁ দিকে ঘটে। বাঁ দিকের অংশটি কাচের হলে চালক সব সময়ে তাঁর বাঁ দিকটি ভালো করে লক্ষ করতে পারবেন। পুলিশকর্তারা জানিয়েছেন, শহরের রাস্তায় এখন এসি সরকারি বাসের বাঁ দিকটি পুরো কাচের। সে কারণে তুলনায় কম দুর্ঘটনা ঘটছে ওই সব বাসে। বেসরকারি বাসে তেমন ব্যবস্থা করতে পারলে দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন বিভিন্ন ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা।

লালবাজার জানিয়েছে, এর বাইরে ট্র্যাফিক গার্ডগুলির তরফে আধুনিক সিগন্যালিং ব্যবস্থার কথা বলা হয়েছে। তবে যে সব চালক ঘন ঘন দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের জন্য জরিমানা বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ট্র্যাফিক গার্ডগুলির সব প্রস্তাবই এই মুহূর্তে আলোচনার স্তরে। পরিবহণ দফতর থেকে শুরু করে বাস মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করার পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন