Kasba Shootout

ফের শুটআউট কসবায়! গভীর রাতে গুলি চলল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অদূরে, জখম এক তরুণ

জখম তরুণের বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১০:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের গুলি চলল কসবায়! বুধবার গভীর রাতে কসবার বোসপুকুরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন এক তরুণ। বাঁ হাতের তালুতে গুলি লেগেছে তাঁর। শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ বোসপুকুর এলাকার প্রান্তিক পল্লীতে ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বন্ধুদের মধ্যে বচসা থেকেই ঘটনার সূত্রপাত। তর্কাতর্কির মাঝে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন এক যুবক। আহত তরুণের নাম অভিজিৎ নাইয়া।

যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত অভিজিৎ জানান, বুধবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির পাশে খালপাড়ে আসেন। তাঁরা বন্দুক দেখিয়ে অভিজিৎকে শাসাতে শুরু করেন বলে অভিযোগ। বচসার মাঝে অভিজিৎ বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলে কোনও ভাবে একটি গুলি বেরিয়ে যায়। তাতেই নাকি জখম হন তিনি।

Advertisement

অভিজিতের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের। তা ছাড়া, পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে খাবারের প্যাকেট এবং মদের বোতল পাওয়া যায়। মেলে কার্তুজের খোল। শেষমেশ তদন্তকারীদের চাপের মুখে অভিজিৎ স্বীকার করে নেন, রাতে দুই বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। তাঁদের কাছে একটি ৯ এমএম পিস্তল ছিল। কোনও ভাবে তিন বন্ধুর মধ্যে বচসা বেধে যায়। তখনই গুলি চলার ঘটনাটি ঘটে।

জখম তরুণের বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক বছর আগেই গুলি চলেছিল কসবায়। গত বছরের ১৫ নভেম্বর খোদ তৃণমূল কাউন্সিলর সুশান্তকে তাঁর বাড়ির সামনে গুলি করে মারার চেষ্টা করেন এক আততায়ী। আততায়ী স্কুটারে চেপে এসেছিলেন। কিন্তু গুলি না-চলায় প্রাণে বেঁচে যান সুশান্ত। তার এক বছর পরেই ফের গুলি চলার ঘটনা ঘটল সেই কসবায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement