—প্রতীকী ছবি।
অন্যমনস্কতার সুযোগে কাউকে ঘিরে ধরে ‘গায়ে ময়লা’ বলে চিৎকার। আর তার পরে সেই ‘ময়লা’ সাফ করতে ব্যস্ত হয়ে পড়লে হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট। এ ভাবেই শহর জুড়ে কাজ করা এক কেপমার চক্রের পান্ডাকে হাতেনাতে পাকড়াও করল কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম মনিয়াল সিংহ ওরফে মানিক। বুধবার তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি হিমাংশু বন্দ্যোপাধ্যায় নামে ৭৪ বছরের এক বৃদ্ধ কাশীপুর থানায় অভিযোগে জানান, গত ৭ জানুয়ারি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাশীপুর শাখায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে বেরনোর পরেই কয়েক জন যুবক তাঁকে ঘিরে ধরে জানায়, তাঁর পিঠে ময়লা লেগে রয়েছে। হাতের ব্যাগ মাটিতে রেখে তিনি ময়লা সাফ করতে গেলে ওই যুবকেরা ব্যাগ নিয়ে পালায় বলে অভিযোগ। হিমাংশুবাবুর দাবি, ব্যাগে কয়েক হাজার টাকা, ব্যাঙ্কের পাসবই ও মোবাইল ফোন ছিল।
তদন্তে নেমে পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মনিয়ালকে চিহ্নিত করে। অন্য একটি ঘটনায় ধৃত যতন বিশ্বাস নামে এক যুবক পুলিশকে জানায়, দল তৈরি করে শহরে এ ভাবে কেপমারি চালাচ্ছে মনিয়াল। এর পরে শিয়ালদহের জগৎ সিনেমা হলের সামনে থেকে মনিয়ালকে ধরা হয়। শিয়ালদহ আদালতের সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, ‘‘ধৃত জেরায় দোষ কবুল করেছে। তবে বাকি দুষ্কৃতীরা এখনও নিখোঁজ। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়া সম্ভব।’’ পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের ফোন ও টাকা এখনও উদ্ধার করা যায়নি।