বাজার ‘ধরে’ ফেলেছে কেন্দ্রের এলইডি আলো

গুজরাত, মহারাষ্ট্র-সহ ১১টি রাজ্যের বড় শহরগুলিতে আগেই শুরু হয়েছিল। নানা কারণে কলকাতায় শুরু হতে খানিকটা সময় লেগে গিয়েছিল। কিন্তু বাজারে আসতেই হইচই পড়ে গিয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের উদ্যোগে সস্তার এলইডি বাল্ব আর টিউব কেনার হিড়িক পড়ে গিয়েছে মহানগরীতে।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:০৬
Share:

গুজরাত, মহারাষ্ট্র-সহ ১১টি রাজ্যের বড় শহরগুলিতে আগেই শুরু হয়েছিল। নানা কারণে কলকাতায় শুরু হতে খানিকটা সময় লেগে গিয়েছিল। কিন্তু বাজারে আসতেই হইচই পড়ে গিয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের উদ্যোগে সস্তার এলইডি বাল্ব আর টিউব কেনার হিড়িক পড়ে গিয়েছে মহানগরীতে।

Advertisement

সিইএসসি সূত্রে খবর, আপাতত পাঁচটি কেন্দ্রে এলইডি বাল্ব কিনতে পাওয়া যাচ্ছে। সংস্থা সূত্রে খবর, জানুয়ারিতে চালু করে ফেব্রুয়ারির মধ্যে ২৫ হাজার বাল্ব ও চার হাজার টিউব বিক্রি হয়ে গিয়েছে। ধাপে ধাপে কলকাতার সর্বত্রই এলইডি বিক্রির ব্যবস্থা হবে।

বিদ্যুৎ ভবন সূত্রে খবর, কলকাতার মতো জেলা সদরগুলিতেও এলইডি বাল্ব আর টিউব বিক্রি বেড়েছে। সল্টলেক, রাজারহাট ও অন্যান্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অধীনস্থ এলাকাগুলিতে চার মাসে ২৮ লক্ষ এলইডি বাল্ব ও টিউব বিক্রি হয়ে গিয়েছে। সমান তালে পাল্লা দিচ্ছেন সিইএসসি-র গ্রাহকেরাও।

Advertisement

সাধারণ বাল্ব বা টিউবে বিদ্যুতের মিটার চড়চড়িয়ে বাড়ে। কারণ, ওই ধরনের আলো জ্বালাতে বিদ্যুৎ খরচ হয় অনেকটা বেশি। তার পরিবর্তে এলইডি বাল্ব লাগালে ঘরের আলোও যেমন বাড়ে, আবার বিদ্যুৎ খরচও কম হয় বলে বিলে সাশ্রয়ও হয়। কিন্তু বাজারে এলইডি বাল্বের দাম অনেক বেশি চড়া হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা কিনে ঘরে লাগানো সম্ভব হয় না। যে কারণে কেন্দ্রে বিজেপি আসার পরে দেশ জুড়ে সাধারণ বাল্ব-টিউব বদলে এলইডি লাগানোর ব্যাপারে ‘উজালা’ নামে নতুন একটি প্রকল্প চালু করে। রীতিমতো দরপত্র ডেকে বাজার থেকে কোটি কোটি বাল্ব কিনছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। প্রতিযোগিতার ফলে এলইডি প্রস্তুতকারক সংস্থাগুলিও কম দামে বাল্বের জোগান দিচ্ছে। আর সেই বাল্বই পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্যে বিক্রি করা শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা ‘এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড’। ‘এনার্জি এফিসিয়েন্সি’-র নয় ওয়াটের একটি এলইডি বাল্ব পাওয়া যাচ্ছে ৭০ টাকায়। বাজারে ওই ক্ষমতার যে কোনও ব্র্যান্ডেড এলইডি বাল্বের দাম পড়ে ১৫০ টাকা। আর ২০ ওয়াটের টিউবের (সমস্ত কিছু নিয়ে) দাম পড়ছে ২৩০ টাকা। প্রতিষ্ঠিত বাল্ব প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকেই এলইডি কেনা হচ্ছে বলে কেন্দ্র আশ্বস্ত করেছে।

এক বিদ্যুৎ-কর্তা জানিয়েছেন, গ্রাহকেরা পরিচয়পত্র-সহ বিদ্যুৎ বিল নিয়ে গেলেই বাল্ব, টিউব কিনতে পারছেন। কলকাতা-সহ ১৫টি জেলার গ্রাহক পরিষেবা কেন্দ্রে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রকের হিসেবে, এলইডি বাল্ব লাগালে এক জন গ্রাহকের বছরে বিদ্যুতের বিল গড়ে ১৬০-৪০০ টাকা সাশ্রয় হবে। আবার একটি ৬০ ওয়াটের সাধারণ বাল্বের থেকে সাত বা নয় ওয়াটের এলইডি বাল্ব অনেক বেশি উজ্জ্বল এবং ৫০-৮০ শতাংশ সময় বেশি চলে। কেন্দ্রের প্রস্তাব হল, শুধুমাত্র সাধারণ গ্রাহক নয়, পুরসভা এবং পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, নদীর ধার-সহ যে কোনও উন্মুক্ত জায়গায় এলইডি বাল্ব লাগানো হোক। তাতে রাজ্যেরও নিজস্ব বিদ্যুৎ বিলের খরচ কমবে। বিদ্যুৎ ভবন সূত্রে খবর, ধাপে ধাপে পুরসভা ও পঞ্চায়েতগুলিকেও এলইডি কেনার কথা বলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন