কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এই ভয়াবহ দুর্ঘটনা ছিনিয়ে নিয়েছে ১৬টি প্রাণ। তাঁদের কেউ বা সেখানকার ব্যবসায়ী। কেউ বা সেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। কেউ বা স্কুলে যাচ্ছিলেন। ধ্বংসস্তূপে এখনও আটকে রয়েছেন অনেকে। উদ্ধারকার্য চলছে এখনও। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আর যাঁদের উদ্ধার করা গিয়েছে তাঁদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গিয়েছে। সেই তালিকাই নীচে দেওয়া হল:
মৃতের নাম ঠিকানা
গোলাপ মালি (৫৭) ১৭/১ লালমাধব মুখার্জী লেন, কলকাতা-৭
সমর ঠাকুর (৬০) ১৪ উল্টোডাঙা রোড, কোল-৪
মহাদেব আদক (৫৫) ১২/ ১ ব্রজনাথ লাহিড়ী লেন, সাঁতরাগাছি, হাওড়া-৪
সঞ্জয় মেহরোত্রা (৫০) ৪৯ বি রামদুলাল সরকার স্ট্রিট, কোল-৬
তপন দত্ত (৫৮) ২৮, টেগোর ক্যাসল স্ট্রিট, কোল-৬
আশা জ্যোতি (৬৫) ডিডি ৩৭ এ, নারায়ণতলা, বাগুইআটি পূর্ব, কোল-৫৯
প্রকাশ ঢালি (৩৫) বাঁশবেরিয়া, হরিণঘাটা, নদিয়া
অজয় কুমার কোন্ডাই (৪৮) ২৬, পি কে টেগোর স্ট্রিট, কোল-৫
সরিতা কোন্ডাই (৪৫) ২৬, পি কে টেগোর স্ট্রিট, কোল-৫
রাজীব সাউ (৩৩) ১/১ এইচ/ ২৬, দমদম রোড, কোল-২৮
* কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৬। ৫ জনের পরিচয় মেলেনি।