সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন ডায়মন্ড হারবারে পিটিয়ে খুন হওয়া আইটিআই ছাত্রের মা চন্দ্রা পুরকাইত। তাঁর ছেলে কৌশিক পুরকাইতকে মোষ চুরির জন্য পিটিয়ে মারার অভিযোগে অভিযু্ক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
এ দিন চন্দ্রাদেবী মামলা দায়ের করে তিনটি দাবি জানিয়েছেন। তাঁর প্রথম দাবিটি হল, এই খুনের ঘটনাটির তদন্তের ভার সিবিআইকে দেওয়া হোক। একই সঙ্গে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। চন্দ্রাদেবী আরও জানিয়েছেন, এই ঘটনার পর থেকেই তাঁদের উপর বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা খুব ভয়ে রয়েছেন। সেই কারণে তিনি নিরাপত্তার দাবিও করেছেন।
গত ১০ মে মন্দিরবাজারের গুমকি গ্রামের যুবক আইটিআই পড়ুয়া কৌশিক পুরকাইত ওরফে শুভকে পশ্চিমপাড়ার লোকজন মোষ চোর সন্দেহে পিটিয়ে মারে। মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন কৌশিক। রাতে একটি নির্জন গাছতলায় বসে ফোনে কথা বলছিলেন নিরীহ ওই যুবক। তখনই পশ্চিমপাড়া থেকে একদল লোক এসে তাঁকে মোষ চোর সন্দেহে পেটাতে শুরু করে। ওই দিনই কলকাতার হাসপাতালে মৃত্যু হয় কৌশিকের। স্থানীয় হরিণডাঙা পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা তাপস মল্লিকই গণপিটুনিতে ইন্ধন দিয়েছিলেন বলে অভিযোগ।