লরির ধাক্কায় মৃত

লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায়, গঙ্গার ধারে কুমারটুলি ঘাটের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০০:৩০
Share:

লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায়, গঙ্গার ধারে কুমারটুলি ঘাটের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ধর্মা শঙ্কর (৬৫)। তাঁর বাড়ি কাশী মিত্র ঘাট স্ট্রিটে। দুর্ঘটনার পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ধর্মাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জেনেছে, লরিটি কলকাতা পুরসভার আবর্জনা বহনের কাজে ব্যবহার করা হয়। দুর্ঘটনার পরে চালক পালিয়ে গেলেও লরি ও খালাসিকে আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement