জট কাটছে ‘মা’-এর

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০০:৫৬
Share:

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে। অন্যটি এ জে সি বসু রোড থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়ের উপর দিয়ে আসবে পরমা উড়ালপুলে। ওই দু’টি রাস্তা তৈরি হলেই সমস্যার সমাধান হবে বলে দাবি দফতরের কর্তাদের। এর মধ্যে এ জে সি বসু রোড থেকে উড়ালপুলের এই অংশটিই উঠবে মা সেতুতে, যা শেষের পথে। সেতুটি শেষ হলে যানজট সমস্যাও অনেকটাই মিটবে বলে দাবি ওই কর্তাদের।

Advertisement

সোমবার ছবিটি তুলেছেন দেশকল্যাণ চৌধুরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement