Special Bus Service

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে সরকারি বাসের বিশেষ পরিষেবা

যে সব রুটে যাত্রীদের ভিড় বেশি, সেখানে সকাল ৮টা ৪৫ মিনিট এবং ৯টা ১৫ মিনিট— এই দু’দফায় বাস ছাড়বে। অন্যত্র বাস ছাড়বে সকাল ৯টায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪১
Share:

আগামী ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি সরকারি বাসের বিশেষ পরিষেবার ব্যবস্থা চালু করছে রাজ্য পরিবহণ নিগম। —প্রতীকী চিত্র।

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আগামী ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি সরকারি বাসের বিশেষ পরিষেবার ব্যবস্থা চালু করছে রাজ্য পরিবহণ নিগম। ওই দিনগুলিতে সকাল ৮টা ৪৫ মিনিট এবং দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং ট্রাম সংস্থার বাস শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড থেকে চলবে। যে সব রুটে যাত্রীদের ভিড় বেশি, সেখানে সকাল ৮টা ৪৫ মিনিট এবং ৯টা ১৫ মিনিট— এই দু’দফায় বাস ছাড়বে। অন্যত্র বাস ছাড়বে সকাল ৯টায়। ওই সব বাসে পরীক্ষা স্পেশ্যাল বোর্ড ঝোলানো থাকবে। তাতে অন্য যাত্রীরা উঠতে পারলেও ওই বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদেরই অগ্রাধিকার থাকবে।

পরীক্ষার শেষে ফের দুপুর ২টো ১৫ মিনিট এবং দুপুর ২টো ৪৫ মিনিটে বিভিন্ন প্রান্তিক
বাসস্ট্যান্ড থেকে দু’দফায় বাস ছাড়বে। সরশুনা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর এবং ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চলবে। এ ছাড়াও গড়িয়া থেকে ৫ (দেশপ্রিয় পার্ক হয়ে) এবং ৭ নম্বর রুটে (টালিগঞ্জ হয়ে) হাওড়া অভিমুখে বাস চলবে। বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড এবং ডানলপ থেকে বালিগঞ্জের মধ্যেও বাস চলাচল করবে। এ ছাড়া,
দক্ষিণেশ্বর থেকে এসপ্লানেড, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, কাঁকুড়গাছি থেকে বেহালা, নিউ টাউন থেকে শিয়ালদহ এবং দমদম বিমানবন্দর থেকে এসপ্লানেডের মধ্যে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে।

কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ এবং আমতলা, বারাসত থেকে আমতলা এবং ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, বেলগাছিয়া থেকে বি বা দী বাগ-টিকিয়াপাড়া রুটে বাস চালাবে। এ ছাড়াও শ্যামবাজার এবং গড়িয়াহাট থেকে এসপ্লানেড রুটে থাকছে ট্রাম পরিষেবা। পরীক্ষার দিনগুলিতে বেসরকারি বাসের পরিষেবা ঠিক রাখা ছাড়াও রাস্তাঘাটে যানজট নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সরকারি পরিবহণ নিগমের যে সব কর্মীরা সরাসরি বাস পরিষেবা সচল রাখার সঙ্গে যুক্ত, পরীক্ষার দিনগুলিতে তাঁদের ছুটি বাতিল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন