নার্স কাণ্ডে অভিযুক্ত ধৃত

নার্সদের মারধরের ঘটনায় অভিযুক্ত রোগীকে গ্রেফতার করল গড়়িয়াহাট থানার পুলিশ। রবিবার সকালে সুবীর সাহা নামে ওই যুবককে তাঁর বর্ধমানের মঙ্গলকোটের বা়ড়ি থেকে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০১:৪৭
Share:

নার্সদের মারধরের ঘটনায় অভিযুক্ত রোগীকে গ্রেফতার করল গড়়িয়াহাট থানার পুলিশ। রবিবার সকালে সুবীর সাহা নামে ওই যুবককে তাঁর বর্ধমানের মঙ্গলকোটের বা়ড়ি থেকে ধরা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১৯ অক্টোবর বিকেলে গড়িয়াহাটের গরচা রোডে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন সুবীর। অভিযোগ, পরের দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্যালাইনের স্ট্যান্ড তুলে কর্তব্যরত তিন নার্সকে বেধ়ড়ক মারধর করে তিনি সেখান থেকে পালিয়ে যান।

এ দিন তাঁকে আদালতে হাজির করানো হলে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত হয়। তবে কেন তিনি ওই দিন নার্সদের আক্রমণ করেছিলেন, তা এখনও নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ। সুবীরের আত্মীয়দের অভিযোগ, জল চেয়েও না পাওয়ায় সুবীর মারধর করেছিলেন। অন্য দিকে, গড়িয়াহাটের ওই নার্সিংহোমের ম্যানেজার সুধীর গিরি এ দিন বলেন, ‘‘অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আমরা আনন্দিত। ওই রোগীর আক্রমণে জখম আমাদের তিন নার্সের শারীরিক অবস্থার এখন উন্নতি ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement