আর্থিক সুরক্ষা নিয়ে কেন্দ্রকে তির মমতার

আজ, মঙ্গলবার সংসদে তৃণমূল সাংসদেরা ব্যাঙ্ক জালিয়াতির বিষয়টি তুলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা মন্ত্রিসভার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে ডেবিট কার্ড জালিয়াতি ঠেকাতে এ দিনই প্রায় ২০টি ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। এটিএম সুরক্ষায় ২৪ ঘণ্টা রক্ষী মোতায়েন ছাড়াও সিসি ক্যামেরায় নজরদারি চালাতে বলেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৫:১৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতায় এটিএম থেকে টাকা লোপাট নিয়ে তোলপাড়ের মধ্যে সোমবার কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি বলেন, ‘‘নোটবন্দির সময় থেকেই দেশে আর্থিক নিরাপত্তা নেই। প্লাস্টিক ইকনমির কথা বলছে! যে-দেশে ব্যাঙ্ক নেই, যেখানে কৃষক, খেতমজুর, অসংগঠিত শ্রমিক বেশি, সেখানে ডিজিটালের কথা বলছে!!’’

Advertisement

আজ, মঙ্গলবার সংসদে তৃণমূল সাংসদেরা ব্যাঙ্ক জালিয়াতির বিষয়টি তুলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা মন্ত্রিসভার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে ডেবিট কার্ড জালিয়াতি ঠেকাতে এ দিনই প্রায় ২০টি ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। এটিএম সুরক্ষায় ২৪ ঘণ্টা রক্ষী মোতায়েন ছাড়াও সিসি ক্যামেরায় নজরদারি চালাতে বলেছেন তিনি।

এটিএম কাণ্ডে দিল্লিতে ধৃত দুই রোমানীয় ওভিডিউ সিমন পপিস্কু ও দিমিত্রু ক্যালিনকে জেরা করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, কলকাতায় বসে কার্ড জালিয়াতির সঙ্গে সঙ্গে নিজের ‘নেটওয়ার্ক’-ও তৈরি করেছিল ওই বিদেশিরা। লালবাজারের তদন্তকারীরা জানান, এটিএম প্রতারণা কাণ্ডের চাঁই কর্নেল মির এ দেশেই লুকিয়ে আছে। সে-ও রোমানীয়। ওই চক্রের অন্যদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হবে। গোয়েন্দারা জানাচ্ছেন, ধৃত পপিস্কু ও ক্যালিনেরাই যে শুধু এই কাণ্ড ঘটিয়েছে, তা নয়। একাধিক চক্র সক্রিয় রয়েছে ভারতে। তাতে আরও কিছু রোমানিয়ান যুক্ত।

Advertisement

রবিবার কসবার একটি এটিএম কাউন্টারে স্কিমিং মেশিন ধরা পড়ার পরে গোয়েন্দারা জানান, ওই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা জড়িত। গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘রবিবার পুলিশ ওই এটিএম থেকে সিসি ক্যামেরা, যন্ত্র-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে। ওই যন্ত্র স্কিমিং মেশিন কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষা চলছে।’’ গোয়েন্দারা জানান, কসবার ওই ব্যাঙ্কে স্কিমার লাগানো হয়েছিল ধরা পড়ার ১৫ মিনিট আগে। ‘ম্যাগনেটিক চিপ’ লাগানো ছিল না ওই স্কিমারে। স্কিমার লাগানোর সাত মিনিট পরে সেটি কেমন চলছে, তা খতিয়ে দেখতে এক যুবক ওই এটিএমে ঢুকেছিল। ওই এটিএমের সিসি ক্যামেরার সূত্র ধরে স্থানীয় যুবকদের খোঁজ চলছে।

তৌসিফ আহমেদ নামে পার্ক স্ট্রিটের এক বাসিন্দা বেনিয়াপুকুর থানায় অভিযোগ জানান, ২২ জুলাই তাঁর ডেবিট কার্ড থেকে আট হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

কলকাতার রাজনীতি, কলকাতার আড্ডা, কলকাতার ময়দান, কলকাতার ফুটপাথ - কলকাতার সব খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন