মেট্রো-জট, মমতার নির্দেশ

দত্তাবাদে মেট্রো প্রকল্পের কাজে পুনর্বাসন জটিলতা কাটাতে দুই বিধায়ক এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, শুক্রবার সেখানে মেট্রো নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দত্তাবাদের সব সমস্যা দ্রুত মেটাতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০১:২৭
Share:

দত্তাবাদে মেট্রো প্রকল্পের কাজে পুনর্বাসন জটিলতা কাটাতে দুই বিধায়ক এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নবান্ন সূত্রে খবর, শুক্রবার সেখানে মেট্রো নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দত্তাবাদের সব সমস্যা দ্রুত মেটাতে হবে। কোনও ভাবেই মেট্রোর কাজে ব্যাঘাত ঘটানো যাবে না। বৈঠকে হাজির স্থানীয় বিধায়ক সুজিত বসুকে সমস্যা মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, বিধায়ক সব্যসাচী দত্ত এবং বিধাননগরের পুলিশ কমিশনার জাভেদ শামিমকে সেই কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই মেট্রো প্রকল্পে পুনর্বাসন নিয়ে ওই দুই বিধায়ক ও তাঁর অনুগামীদের মধ্যে গত বছর প্রকাশ্যে সংঘর্ষ হয়েছিল। এ দিনের বৈঠকের পরে সব্যসাচীবাবু বলেন, ‘‘মেট্রো নিয়ে বৈঠক হয়েছে। আমার সতীর্থ সুজিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেই কাজে সহযোগিতা করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement