Jadavpur Firing Case

যাদবপুরে গুলি চালিয়ে বিহারে পালিয়েছিলেন অভিযুক্ত, দু’দিনের মাথায় পটনা থেকে ধরল পুলিশ

বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন অভিযুক্ত। বিজয়গড়ের তরুণীর সঙ্গে সেখানেই তাঁর একটি সম্পর্ক গড়ে উঠেছিল। পরে তা ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:২৭
Share:

যাদবপুরে তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাদবপুরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত যুবককে বিহার থেকে গ্রেফতার করল পুলিশ। যাদবপুর থানার একটি দল পটনা যাচ্ছে তাঁকে নিয়ে আসার জন্য। অভিযুক্ত নিজের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন গত সোমবার। যদিও গুলি কারও গায়ে লাগেনি। দু’দিনের মাথায় তাঁকে গ্রেফতার করা হল।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছিল, অভিযুক্তের নাম রবি ভরদ্বাজ। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন। আক্রান্ত তরুণী যাদবপুরের বিজয়গড় এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনিও বেঙ্গালুরুতে গিয়েছিলেন এবং সেখানেই অভিযুক্তের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। কিছু দিনের মধ্যেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু তরুণী হঠাৎ জানতে পারেন, যুবক বিবাহিত। অভিযোগ, তরুণীর কাছে সেই পরিচয় লুকিয়েছিলেন তিনি। এর পর তরুণী সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন।

অভিযোগ, সম্পর্ক ভাঙার পরেও হাল ছাড়েননি অভিযুক্ত। নানা ভাবে তরুণীকে উত্ত্যক্ত করতেন। বেঙ্গালুরুতে থাকাকালীন এক বার তরুণীর উপর হামলা চালিয়েছিলেন তিনি। তার জন্য জেলও খাটতে হয়েছিল। তরুণী কলকাতায় চলে আসার পরেও তাঁর পিছু ছাড়েননি ওই যুবক। গত সোমবার সিঙ্গল শটার পিস্তল নিয়ে সটান বিজয়গড়ে তরুণীর বাড়িতে চলে গিয়েছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

Advertisement

এই ঘটনার পর এলাকায় ব্যাপক শোরগোল হয়েছিল। ভয় পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার পর দু’দিন তাঁর কোনও খোঁজ মেলেনি। আক্রান্ত তরুণীর সঙ্গে কথা বলে একাধিক তথ্য সংগ্রহ করেছিল পুলিশ। সংগ্রহ করা হয়েছিল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। বিভিন্ন সূত্র জু়ড়ে অবশেষে পটনায় যুবকের খোঁজ মিলেছে। বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement