বৌদিকে ‘মার’, ধৃত দেওর

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঝামেলায় জড়িয়ে বৌদির মাথা ফাটানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। রবিবার, ঘোলা থানার মুড়াগাছা এলাকার ঘটনা। পুলিশ অভিযুক্ত দেওর সুজিত ঘোষকে গ্রেফতার করেছে। তাঁর দাদা অসিত বিমানবন্দর থানার সাব ইনস্পেক্টর। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০০:২৭
Share:

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঝামেলায় জড়িয়ে বৌদির মাথা ফাটানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। রবিবার, ঘোলা থানার মুড়াগাছা এলাকার ঘটনা। পুলিশ অভিযুক্ত দেওর সুজিত ঘোষকে গ্রেফতার করেছে। তাঁর দাদা অসিত বিমানবন্দর থানার সাব ইনস্পেক্টর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মুড়াগাছায় পৈতৃক বাড়ির ভাগাভাগি নিয়ে কিছু দিন ধরেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। বহুবার এলাকার বাসিন্দারা এই ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। রবিবার দুই পরিবারের মধ্যে ফের গোলমাল শুরু হয়। অভিযোগ, সেই সময়ে সুজিত লোহার রড দিয়ে বৌদি সুলতা ঘোষের উপরে চড়াও হন। তাঁর মারে মাথা ফাটে সুলতার। অসিতের ছেলে গৌতমও কাকার মারে জখম হন বলে অভিযোগ।

এই ঘটনার পরে গৌতম ঘোলা থানায় সুজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে সম্পত্তি নিয়ে বিবাদের কথা বলা হলেও পরে সুলতারা অভিযোগে জানান, সুজিত নিয়মিত বাড়িতে মদের আসর বসাত। সুলতারা এ নিয়ে প্রতিবাদও করতেন। সেই কারণেই এ দিন সুজিত তাঁদের উপর চড়াও হন। পুলিশের দাবি, এমন অভিযোগ কেউ জানাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement