দুর্ঘটনায় মৃত্যু

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দমদম ক্যান্টনমেন্টে। মৃতের নাম শুভেন্দু দেব (৪২)। রেল পুলিশ জানায়, শুভেন্দুবাবু এক প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন টপকে অন্যটিতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই ঢুকছিল বারাসত লোকাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০০:২৯
Share:

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দমদম ক্যান্টনমেন্টে। মৃতের নাম শুভেন্দু দেব (৪২)। রেল পুলিশ জানায়, শুভেন্দুবাবু এক প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন টপকে অন্যটিতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই ঢুকছিল বারাসত লোকাল। ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি চালক। শিয়ালদহের রেল পুলিশ সুপার দেবাশিস বেজ বলেন, ‘‘আহতকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় তাঁর।’’ এই ঘটনায় স্টেশনে বিক্ষোভ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন বন্ধ ছিল। রেল পুলিশ জানায়, ওই ট্রেনটির চালককে মারধরও করে উত্তেজিত জনতা। রেল সূত্রে খবর, এই ঘটনায় তিনটি লোকাল ট্রেন বাতিল করতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন