Dengue

কলকাতার হাসপাতালে ফের ডেঙ্গিতে মৃত্যু!

ফের ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম অমরনাথ সাউ (৩৬)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভদ্রেশ্বরের বাসিন্দা অমরনাথের চিকিৎসা চলছিল। শুক্রবার রাতে ডেঙ্গিতে তাঁর মৃত্যু হয়েছে বলে ওই হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৯:২৮
Share:

অমরনাথ সাউ। ফাইল চিত্র।

ফের ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম অমরনাথ সাউ (৩৬)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভদ্রেশ্বরের বাসিন্দা অমরনাথের চিকিৎসা চলছিল। শুক্রবার রাতে ডেঙ্গিতে তাঁর মৃত্যু হয়েছে বলে ওই হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

পেশায় দমকল কর্মী অমরনাথ অসুস্থ ছিলেন পুজোর আগে থেকেই। সেই সময় ভদ্রেশ্বরেরই একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ফের তাঁর রক্ত পরীক্ষা করা হয়। ডেঙ্গি ধরা পড়লেও, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বলে চিকিৎসকদের মত। শুক্রবার সকাল থেকেই তাঁর শরীর আরও খারপ হতে শুরু করে। রাতে একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়।

এখনও কলকাতা এবং বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়়িয়েছে। বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে।

Advertisement

আরও পড়ুন: অটোর নীচে পিষে মারার হুমকি! যাদবপুরে মারধর বাইক আরোহী যুগলকে

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন