Alipore Zoo

চিড়িয়াখানায় সিংহের খাঁচায় সাধুর বেশে ব্যক্তি, গুরুতর জখম, ভর্তি হাসপাতালে

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তির একাধিক অঙ্গে সিংহ আঁচড়ে দেওয়ার পর কোনওমতে চিড়িয়াখানার কর্মীরা বার করে আনেন তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১২:৫৫
Share:

প্রতীকী ছবি

শুক্রবার সকালে ভয়ঙ্কর কাণ্ড চিড়িয়াখানায়। একেবারে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুর বেশে থাকা ওই ব্যক্তি। তাঁর নাম গৌতম গুছাইত। তাঁকে ঘাড় ধরে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে সিংহ আঁচড়ে দয়। কোনওমতে চিড়িয়াখানার কর্মীরা বার করে আনেন তাঁকে। গুরুতর আহত অবস্থায় আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। তাঁর ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও চোট রয়েছে। এর আগেও চিড়িয়াখানার বাঘ শিবার খাঁচায় মালা হাতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরে তাঁর মৃত্যু হয়।

Advertisement

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে খবর মিলেছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। তাঁকে একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। ওই এনক্লোজারে সিংহ ছাড়াই থাকে। কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। কাছেই ছিলেন সিংহের পালক। তাঁর নজর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহটি। তখনই ওই পালক কোনওমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন