ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে দূষণের মামলা

পরিশোধন না করে সব কিছু একসঙ্গে গঙ্গায় ফেলা দেওয়া হচ্ছে। সুভাষবাবুর দাবি, বেন্টোনাইট অপরিশোধিত অবস্থায় পরিবেশে ছড়িয়ে দেওয়া যায় না। ইস্ট-ওয়েস্ট মেট্রো আদৌ পরিবেশগত সমীক্ষা করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুভাষবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০২:১৭
Share:

ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। এ নিয়ে কলকাতার জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চে মামলাও দায়ের করেছেন তিনি। সুভাষবাবুর অভিযোগ, পরিবেশ আইনের তোয়াক্কা না করেই মাটি খোঁড়ার সময়ে তৈরি হওয়া বর্জ্য ও রাসায়নিক গঙ্গায় ফেলা হচ্ছে। এতে হাওড়ার একটি বড় এলাকার পাশাপাশি গঙ্গাও দূষিত হচ্ছে।

Advertisement

সুভাষবাবুর আরও অভিযোগ, এ নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে চিঠি দিলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। আদালতে সুভাষবাবু জানিয়েছেন, সুড়ঙ্গ খোঁড়ার কাজে বেন্টোনাইটের মতো রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। যা তৈরি হওয়া কাদার সঙ্গে মিশছে। পরিশোধন না করে সব কিছু একসঙ্গে গঙ্গায় ফেলা দেওয়া হচ্ছে। সুভাষবাবুর দাবি, বেন্টোনাইট অপরিশোধিত অবস্থায় পরিবেশে ছড়িয়ে দেওয়া যায় না। ইস্ট-ওয়েস্ট মেট্রো আদৌ পরিবেশগত সমীক্ষা করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুভাষবাবু।

ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, দূষণের অভিযোগ আগেও উঠেছিল। পরীক্ষায় তার প্রমাণ মেলেনি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি সূত্রের দাবি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দফতরের ছাড়পত্র তাদের রয়েছে। পরিবেশগত সুরক্ষার সব দিক বজায় রেখেই কাজ করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন