পুরীতে হারানো মানিব্যাগ ফেরত

‘‘কপাল ভাল ছিল। ভাগ্যিস পুলিশের হাতেই পড়েছিল হারিয়ে যাওয়া ব্যাগটা!’’ — পুরীর সমুদ্র সৈকতে হারানো মানিব্যাগ ফেরত পেয়ে এমনই বলছেন সিঁথির বাসিন্দা রবি কর্মকার। এ জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন কলকাতা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট কৌশিক নস্করকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০০:৩৩
Share:

‘‘কপাল ভাল ছিল। ভাগ্যিস পুলিশের হাতেই পড়েছিল হারিয়ে যাওয়া ব্যাগটা!’’ — পুরীর সমুদ্র সৈকতে হারানো মানিব্যাগ ফেরত পেয়ে এমনই বলছেন সিঁথির বাসিন্দা রবি কর্মকার। এ জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন কলকাতা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট কৌশিক নস্করকে।

Advertisement

গত ১২ ডিসেম্বর স্ত্রী-মেয়েকে নিয়ে সহকর্মীদের সঙ্গে চার দিনের ছুটিতে পুরী গিয়েছিলেন নির্মাণ সংস্থার সুপারভাইজার রবিবাবু। শনিবার, বাড়ি ফেরার দিনেই মেয়ে আবদার করে, উটে চড়াতে হবে। তার পরে হোটেলে ফিরে রবিবাবু বুঝতে পারেন, মানিব্যাগটি খোয়া গিয়েছে। টাকা ছাড়াও তাতে ছিল প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড। সে দিনই কলকাতার টিকিট কাটা ছিল রবিবাবুদের। তাই তিনি ভেবেছিলেন, ব্যাগ ফেরতের আশা নেই। সে কারণে থানাতেও অভিযোগ জানাতে যাননি। সহকর্মীদের থেকে টাকা ধার নিয়েই রাতের ট্রেন ধরেন।

ভুবনেশ্বরে ঢোকার সময়ে রবিবাবুর মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে এক পুরুষ কণ্ঠ জানতে চান, পুরী বেড়াতে গিয়ে তাঁর কোনও মানিব্যাগ হারিয়েছে কি না। ডায়মন্ড হারবার ট্র্যাফিক গার্ডে কর্তব্যরত কৌশিকবাবু নিজের পরিচয় দিয়ে জানান, রবিবাবুর মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন তিনি।

Advertisement

তবে কি মানিব্যাগ আনতে আবার পুরী ফিরবেন? প্রথমে দোটানায় পড়ে যান রবিবাবু। তখন কৌশিকবাবুই জানান, সোমবার তিনি কলকাতা ফেরার পরে যদি রবিবাবু ব্যাগ ফেরত নিতে রাজি থাকেন, তা হলেই সমস্যা মেটে! সেই মতো মঙ্গলবার রবিবাবু ডায়মন্ড হারবার ট্র্যাফিক গার্ডে পৌঁছে যান। মানিব্যাগ পেয়ে বলেন, ‘‘টাকা আর পরিচয়পত্র হারিয়ে মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ফোন পেয়ে, বিশেষত যখন কৌশিকবাবু বললেন উনি পুলিশের কর্মী, নিশ্চিন্ত হই।’’

তবে কৌশিকবাবু জানাচ্ছেন, রবিবাবুর মোবাইল নম্বর পেতে তাঁকে একটু পুলিশি তৎপরতা দেখাতে হয়েছিল। কারণ, মানিব্যাগে থাকা পরিচয়পত্রগুলিতে মোবাইল নম্বর ছিল না। মানিব্যাগের মালিকের আধার কার্ডের নম্বর কম্পিউটারে ফেলে সেটি থেকে ঠিকানা-সহ রবিবাবুর ফোন নম্বর জোগাড় করেন তিনি। কৌশিকবাবুর সহাস্য মন্তব্য, ‘‘ওঁর ভাগ্যে ছিল। তাই হারানো ব্যাগটা আমার হাতেই পড়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন