পাঁচ টাকার জন্য মেট্রোর লাইনে

প্ল্যাটফর্মের ঘ়়ড়ি দেখাচ্ছে, মিনিটখানেকের মধ্যেই দমদমের মেট্রো ঢুকছে। ঠিক তখনই প্রাণপণে বাঁশি বাজাতে শুরু করেন প্ল্যাটফর্মে কর্তব্যরত রেল পুলিশকর্মী। সে দিকে অবশ্য হুঁশ নেই কারও। সকলেই বিস্ফারিত চোখে তখন দেখছেন এক ব্যক্তিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

ফাইল চিত্র।

প্ল্যাটফর্মের ঘ়়ড়ি দেখাচ্ছে, মিনিটখানেকের মধ্যেই দমদমের মেট্রো ঢুকছে। ঠিক তখনই প্রাণপণে বাঁশি বাজাতে শুরু করেন প্ল্যাটফর্মে কর্তব্যরত রেল পুলিশকর্মী। সে দিকে অবশ্য হুঁশ নেই কারও। সকলেই বিস্ফারিত চোখে তখন দেখছেন এক ব্যক্তিকে। যিনি মেট্রোর লাইনে নেমে যাচ্ছেন নির্দ্বিধায়!

Advertisement

মিনিট কয়েক পরে রেল পুলিশের কর্মীরাই ওই ব্যক্তিকে জোর করে লাইন থেকে তুলে আনেন। কিন্তু লাইনে নেমেছিলেন কেন? ওই ব্যক্তি বলেন, ‘‘পাঁচ টাকার একটা কয়েন পকেট থেকে লাইনে প়ড়ে গিয়েছে। সেটা তুলতেই নামছিলাম।’’

পুলিশ জানায়, বছর বাষট্টির ওই ব্যক্তির নাম বিষ্ণুকুমার সরখেল। পাঁচ টাকার কয়েনের জন্য মঙ্গলবার দুপুরে কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে নেমে যান তিনি। লাইন থেকে তুলে আনার পরে বিষ্ণুবাবুকে আর একা ছাড়া হয়নি। স্টেশন মাস্টারের ঘরে শারীরিক পরীক্ষার পরে রেল পুলিশ কালীঘাট থানার হাতে তুলে দেয় বিষ্ণুবাবুকে। পরে বাড়ির লোকজন থানা থেকে বিষ্ণুবাবুকে নিয়ে যান। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। তাঁর পরিবারও নাকি জানিয়েছে, বিষ্ণুবাবু মনোরোগী এবং আগে আত্মহত্যার চেষ্টাও করেছেন।

Advertisement

মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, দুপুর আড়াইটে নাগাদ দমদমের মেট্রো ধরবেন বলে প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে দাঁড়িয়ে ছিলেন বিষ্ণুবাবু। হঠাৎ তাঁকে লাইনে নামতে দেখে চিৎকার শুরু করেন যাত্রীরা। বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত রেল পুলিশকর্মীদেরও। তাঁদের তৎপরতাতেই লাইন থেকে তুলে আনা হয় বিষ্ণুবাবুকে। তাঁর কয়েনটি অবশ্য মেলেনি। ইন্দ্রাণী বলেন, ‘‘রেল পুলিশের তৎপরতাতেই বড় বিপদ এড়ানো গেল। পরিষেবাও ব্যাহত হতে পারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন