Protest Against Consuming Liquor

বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ! একবালপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ, তিন দিন পরে মৃত্যু হল হাসপাতালে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর রাত ১২টার পরে ধনরাজের বাড়ির সামনে দাঁড়িয়ে মদ্যপান করছিলেন আমজাদ। সঙ্গে ছিলেন আরও চার জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার একবালপুরে ধনরাজ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়ির সামনে এক যুবক এবং তাঁর চার সঙ্গী মদ্যপান করছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সঙ্গে তাঁরা অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ করায় ৩৭ বছরের ধনরাজের গলা লক্ষ্য করে চপার দিয়ে কোপ দেন প্রধান অভিযুক্ত আমজাদ। কোনও মতে রক্ষা পায় তাঁর গলা। তবে ধনরাজের বাঁ কাঁধে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে ধনরাজের। এই ঘটনায় এক জনকে আটক করে জেরা করছে পুলিশ।

Advertisement

একবালপুর থানায় এফআইআর রুজু হয়েছে। এফআইআর থেকে জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১২টার পরে ধনরাজের বাড়ির সামনে দাঁড়িয়ে মদ্যপান করছিলেন আমজাদ। সঙ্গে ছিলেন আরও চার জন। তাঁরা গালিগালাজও করছিলেন বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদ করেন ধনরাজ। সেই সূত্রে দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসার সময়ে জোরজবরদস্তি ধনরাজের বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করেন আমজাদ। সে সময় তিনি কোমর থেকে একটি চপার বার করে ধনরাজের গলায় বসানোর চেষ্টা করেন বলে অভিযোগ। ধনরাজের গলায় না লাগলেও চপারের আঘাত লাগে তাঁর বাম কাঁধে। গুরুতর জখম হন তিনি।

ধনরাজকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে আবার কলকাতার এক হাসপাতালে ভর্তি করান। শুক্রবার বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তার পরে খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে আলি রাজা ওরফে শেখ নাসরু নামে এক যুবককে আটক করেছে তারা। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement