স্বাধীনতা দিবসে নিরাপত্তা

জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি নিয়ে সম্প্রতি কেন্দ্রের সতর্কবার্তা এসেছে নবান্নে। তার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের দিন শহর জুড়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০২:৪৮
Share:

জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি নিয়ে সম্প্রতি কেন্দ্রের সতর্কবার্তা এসেছে নবান্নে। তার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের দিন শহর জুড়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজারের তরফে জানানো হয়, নজরদারির সুবিধার্থে রেড রোডের প্যারেড এলাকা এবং বাকি সম্পূর্ণ শহর হিসেবে ভাগ করা হচ্ছে কলকাতাকে। বাকি সম্পূর্ণ শহরের অংশটিকে ২৩টি এলাকায় ভেঙে প্রতিটিতে বৃহস্পতিবার রাত থেকেই নজরদারিতে নামছেন পুলিশ কমিশনার-সহ শীর্ষকর্তারা। অন্য দিকে, প্যারেড এলাকাকে ১৪টি ভাগে ভেঙে নিরাপত্তার ভার দেওয়া হচ্ছে এক জন করে ডিসি-কে। এই এলাকার বাইরেও থাকছে একটি নিরাপত্তা বলয়, যেখানে আগে দর্শকদের তল্লাশি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement