Majerhat Flyover

রাস্তা, উড়ালপুল দেখভাল করবে কে? রাজ্যকে প্রস্তাব ফিরহাদের

এ বিষয়ে তিনি একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছেন। সোমবার তিনি সংশ্লিষ্ট সব দফতরকে নিয়েই পুরসভায় বৈঠকে বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ২০:৫২
Share:

মেয়র ফিরহাদ হাকিম।—নিজস্ব চিত্র।

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পরে প্রশ্নটা উঠতে শুরু করেছিল। ব্রিজ বিপর্যয় হলে দেখভালের দায়িত্ব কার? পূর্ত দফতর নাকি কলকাতা পুরসভার? রাস্তার মেরামতি নিয়েও সরকারের বিভিন্ন দফতরের মধ্যে বোঝপড়ার অভাব দেখা যায় মাঝেমাঝেই। আগামী দিনে যাতে এ ধরনের সমস্যা না হয়, কোন দফতরের কী দায়িত্ব তা স্পষ্ট করে দিতে চান পুর ও নগরন্নোয়মন্ত্রী ফিরহাদ হাকিম

Advertisement

এ বিষয়ে তিনি একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছেন। সোমবার তিনি সংশ্লিষ্ট সব দফতরকে নিয়েই পুরসভায় বৈঠকে বসেন। পুরসভা সূত্রে খবর, এবার থেকে কলকাতার সব রাস্তা দেখভালের দায়িত্ব নেবে পুরসভা। শহরের মধ্যে উড়ালপুল দেখভাল করবে কেএমডিএ। আর কলকাতার বাইরে উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণ করবে পূর্ত দফতর। বন্দর এলাকায় রাস্তার মেরামতি করবে পুরসভা।ফিরহাদ বলেন, “এ বিষয়ে একটি প্রস্তাব রাজ্যের কাছে পাঠানো হচ্ছে।”

রাস্তা, উড়ালপুল নিয়ে যেমন একটি সিদ্ধান্তে পৌঁছতে চাইছে মহানাগরিক ফিরহাদ হাকিম, তেমনই ‘প্লাস্টিক বর্জ্য’ এবং ‘ই-বর্জ্য’ নিয়েও বেশকিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ‘গব্বর চুহা নেহি মারতা’, ডনকে ফাঁসাচ্ছে পুলিশ, দাবি বোনের

আরও পড়ুন: বিজয় মাল্যর প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement