পুর-অধিবেশন

পুকুর বোজানোর বিরুদ্ধে কড়া বার্তা মেয়রের

পুকুর বুজিয়ে কোনও নির্মাণ করা যাবে না বলে জানিয়ে দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সিপিএমের কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীর তোলা এক প্রস্তাবের জবাব দিতে গিয়ে শোভনবাবু বাম আমলের উদাহরণ তুলে বলেন, ‘‘সে সময়ে আমরা নিধিরাম সর্দার ছিলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০০:৩২
Share:

পুকুর বুজিয়ে কোনও নির্মাণ করা যাবে না বলে জানিয়ে দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সিপিএমের কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীর তোলা এক প্রস্তাবের জবাব দিতে গিয়ে শোভনবাবু বাম আমলের উদাহরণ তুলে বলেন, ‘‘সে সময়ে আমরা নিধিরাম সর্দার ছিলাম। কোনও অভিযোগ জানালে কাজ হতো না।’’ তবে এখন তাঁদের আমলে সেই মনোভাব দেখাতে চান না বলে জানান মেয়র। তাঁর কথায়, ‘‘কোথাও পুকুর বোজানোর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। ওই কাজের সঙ্গে যে দলের সমর্থক যুক্ত থাকুন না কেন, কাউকে ছাড়া হবে না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে।’’

Advertisement

তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৩৪টি পুকুর চিহ্নিত করেছে। সেগুলি সংস্কার করা হবে। এর জন্য ১৩ কোটি ১৮ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। তিনি আরও বলেন, , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন রাজ্যের পুকুরগুলি সংস্কার করতে হবে। জল ধরো, জল ভরো প্রকল্প বাস্তবায়িত করতে চায় সরকার। সেই মতো পুরসভাও শহরের জলাশয় সংস্কার এবং সৌন্দর্যায়ন করবে বলে জানান মেয়র।

তবে নোট বাতিল কাণ্ডের পরে পুরসভায় সম্পত্তি কর মেটাতে কত জন আড়াই লক্ষ টাকার বেশি জমা দিয়েছেন, তার একটি তালিকা অধিবেশনে প্রকাশ করার প্রস্তাব দেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। কংগ্রেস কাউন্সিলরের তোলা ওই প্রস্তাবের অবশ্য জবাব দেননি মেয়র-সহ শাসক দলের কোনও মেয়র পারিষদ। ওই প্রস্তাব এড়িয়ে গিয়ে শোভনবাবু বলেন, ‘‘কাকে কান নিয়ে গিয়েছে বলে আমি কি কাকের পিছনে ছুটব?’’ নিজের তোলা প্রস্তাবের জবাব না পেয়ে অধিবেশনের পরে প্রকাশবাবু বলেন, ‘‘জবাব নেই বলে এড়িয়ে গেলেন মেয়র।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন