ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা পুরসভার

আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং বস্তিবাসীদের স্বাস্থ্য পরিষেবা দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান চালু করল কলকাতা পুরসভা। সোমবার পুর ভবনের সামনে পাঁচটি ভ্যানের যাত্রা শুরু করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই পুরোদমে এই পরিষেবা চালু হয়ে যাবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৩:০৯
Share:

প্রতীকী ছবি।

আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং বস্তিবাসীদের স্বাস্থ্য পরিষেবা দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান চালু করল কলকাতা পুরসভা। সোমবার পুর ভবনের সামনে পাঁচটি ভ্যানের যাত্রা শুরু করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই পুরোদমে এই পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisement

পুরসভা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে ওই ভ্যানগুলি কেনা হয়েছে। তাতে থাকবেন চিকিৎসক এবং নার্সেরা। অক্সিজেন সিলিন্ডার-সহ রক্ত পরীক্ষার প্রাথমিক সরঞ্জামও থাকবে সেখানে। ওই ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানগুলি আপাতত শুধু শহরের বস্তি এলাকায় গরিব মানুষদের পরিষেবা দেবে। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, শহরের ৬০টি এলাকায় আপাতত ওই মেডিক্যাল ভ্যানগুলি ঘুরবে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে হাজির থাকবে একটি করে চিকিৎসা ভ্যান। সেখানে প্রায় ৪ ঘণ্টা ধরে থাকবে সেটি, যাতে স্থানীয়রা সেখানে চিকিৎসা করাতে পারেন।

মেয়র শোভনবাবু এবং পুরসভার চেয়ারপার্সন মালা রায় এ দিন জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য মিশন এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তায় কেনা হয়েছে ভ্যানগুলি। যদিও এ দিন মঞ্চে থাকা ব্যানার অথবা আমন্ত্রণপত্রের কোথাও জাতীয় স্বাস্থ্য মিশনের উল্লেখ ছিল না। ফলে প্রশ্ন তুলছেন বিজেপি-র কাউন্সিলরেরা। তবে তার কোনও জবাব মেলেনি পুর প্রশাসনের কাছ থেকে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, এ দিন শহরের বিভিন্ন এলাকায় পুরসভার ৬টি স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষার আধুনিক যন্ত্র বসানো হয়েছে। এত দিন ওই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে শুধু মশাবাহিত রোগের ক্ষেত্রে রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল। এ বার থেকে ডায়াবিটিস, কিডনি, লিভার, থাইরয়েড, হৃদযন্ত্র এবং মস্তিষ্কের অসুখের রক্ত পরীক্ষাও করবে ওই স্বাস্থ্যকেন্দ্রগুলি। অতীনবাবু জানান, শহরের ১১, ৩৬, ৫৭, ৬২, ৯৬ এবং ১৩২ নম্বর ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই আপাতত ওই পরীক্ষার সুযোগ মিলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন