সোয়াইন ফ্লু রুখতে ঘুরবে মেডিক্যাল টিম

এলাকায় ডেঙ্গি ছড়ালে পুরসভার কী করণীয়, পুরকর্মীরা তা জানেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০১:৫৭
Share:

প্রতীকী ছবি।

এলাকায় ডেঙ্গি ছড়ালে পুরসভার কী করণীয়, পুরকর্মীরা তা জানেন। কিন্তু সোয়াইন ফ্লু ছড়ালে কী ভাবে মোকাবিলা করতে হবে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই তাঁদের। তাই এ ক্ষেত্রে জেলার স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করবে বিধাননগর পুরসভা। শুক্রবার এ কথা জানান মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায়।

Advertisement

বৃহস্পতিবার সকালে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এফ ই ব্লকের বাসিন্দা মৌসুমী মিশ্রের। পুরসভা জানিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে ছ’জনের একটি মেডিক্যাল টিম ওই ব্লকে সমীক্ষা চালাবে। সেই দলে দু’জন চিকিৎসকও থাকবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহও করা হবে। পাশাপাশি ব্লকে কোনও বাসিন্দার জ্বর হয়েছে কি না, এলাকায় আবর্জনা, কফ-থুতু পড়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। তা ছাড়া, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভূমিকা কী হবে, তা নিয়ে সচেতনতার প্রচার চালানো হবে। প্রণয় বলেন, ‘‘সোয়াইন ফ্লু হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে, তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা হয়েছে। ওদের নির্দেশ মেনেই কাজ করা হবে।’’

এ দিকে, ডেঙ্গি ও সোয়াইন ফ্লু-তে পরপর দু’জনের মৃত্যুর সময়ে পুরসভা খবর না পাওয়ায় রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন কর্তারা। বাসিন্দাদের প্রশ্ন, এত বড় খবর পুরসভা পেল না কী ভাবে? পুরকর্মীরা তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। তাঁরাই বা কেন খবর পেলেন না?

Advertisement

প্রশাসনের একাংশের যুক্তি, উৎসবের মরসুমে ছুটিছাটার কারণেই হয়তো খবর এসে পৌঁছয়নি। যদিও সেই দাবি খারিজ করে প্রণয় বলেন, ‘‘জরুরি পরিষেবা তো চালু ছিল। কেন খবর সময়ে মিলছে না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন