Coronavirus

করোনায় মৃত পুর প্রতিনিধি

পুরসভা সূত্রের খবর, পয়লা অগস্ট থেকে জ্বর ছিল স্বপনবাবুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০২:০৮
Share:

—প্রতীকী চিত্র।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটির পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান স্বপন ঘোষ (৬৬)। বৃহস্পতিবার গভীর রাতে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে শেষকৃত্য হয় স্বপনবাবুর।

Advertisement

পুরসভা সূত্রের খবর, পয়লা অগস্ট থেকে জ্বর ছিল স্বপনবাবুর। করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরে ৫ অগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। দু’বার কাউন্সিলর থাকার পরে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত পানিহাটি পুরসভার চেয়ারম্যান ছিলেন বিধায়ক নির্মল ঘোষের ভাই স্বপনবাবু। ২০১৮ সালে পুর বোর্ডের মেয়াদ শেষ হলেও সম্প্রতি প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যেরা শোক প্রকাশ করেছেন।

প্রশাসন সূত্রের খবর, বিশেষ ছাড়পত্র নিয়ে স্বপনবাবুর দেহ পুর ভবনে আনা হয়। তাঁকে শ্রদ্ধা জানানোর পরে বাড়ির সামনে থেকে ঘুরিয়ে দেহ নিয়ে যাওয়া হয় খড়দহের নাথুপাল শ্মশানে। নির্মলবাবু বলেন, ‘‘স্বাস্থ্য দফতরের সব নিয়ম মেনেই দেহ আনা এবং সৎকার হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন