Madhyamik- Higher Secondary Students

পড়ুয়াদের সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-সহ স্কুল স্তরের পরীক্ষায় কৃতী ৩২৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সর্বাধিক নম্বর পাওয়া, পুলিশ পরিবারের আট জনকে দেওয়া হয় ল্যাপটপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৮:৩৫
Share:

রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। —প্রতীকী চিত্র।

পুলিশ পরিবারের কৃতী পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে তাদের সংবর্ধিত করা হল। শুক্রবার রবীন্দ্র সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্য পুলিশের এডিজি (হোমগার্ড) অজয় রানাডে, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি ও রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিংহ বিশ্বাস প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-সহ স্কুল স্তরের পরীক্ষায় কৃতী ৩২৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সর্বাধিক নম্বর পাওয়া, পুলিশ পরিবারের আট জনকে দেওয়া হয় ল্যাপটপ। রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউত বলেন, ‘‘কাজের জন্য পুলিশকর্মীদের পক্ষে পরিবারকে সে ভাবে সময়ই দেওয়া হয় না। তাঁদের সন্তানেরা এর মধ্যেই দারুণ ফল করছে।’’ তিনি জানান, উত্তরবঙ্গেও এই অনুষ্ঠান হতে চলেছে আগামী ২২ জুলাই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন