Nature Photography

প্রকৃতির ‌ছবি তুলতে ভালবাসেন? অংশগ্রহণ করুন মার্লিন গোষ্ঠী আয়োজিত প্রতিযোগিতায়

ডায়মন্ড হারবার রোডে ‘ইবিজ়া দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা’ সংলগ্ন অ্যাকোয়াভিলে ফোটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ছবি তোলার সরঞ্জাম দিয়ে সহায়তা করবে ‘সোনি ইন্ডিয়া’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৭:০২
Share:

আলোকচিত্রীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে মার্লিন গোষ্ঠী। নিজস্ব ছবি।

পেশাদারই হোন কিংবা অপেশাদার, প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করতেই বোধহয় সবচেয়ে বেশি ভালবাসেন আলোকচিত্রীরা। তাঁদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে মার্লিন গোষ্ঠী। প্রতিযোগিতার নাম ‘মার্লিন গ্রিন ফ্রেমস’। মার্লিন গোষ্ঠীর পক্ষে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

Advertisement

১১ ও ১২ মার্চ, অর্থাৎ আগামী সপ্তাহের শনি ও রবিবার দু’দিন ধরে এই প্রতিযোগিতা হবে। ডায়মন্ড হারবার রোডে ‘ইবিজ়া দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা’ সংলগ্ন অ্যাকোয়াভিলে ফোটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ছবি তোলার সরঞ্জাম দিয়ে সহায়তা করবে ‘সোনি ইন্ডিয়া’।

এই প্রতিযোগিতা প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক মিলনকান্তি মণ্ডল বলেন, ‘‘মার্লিনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। আমার পূর্ণ সমর্থন রয়েছে। প্রতিযোগিতার জন্য যে জায়গাটি বেছে নেওয়া হয়েছে, সেই ইবিজ়ায় নানা রকমের গাছপালা রয়েছে। বিভিন্ন ধরনের পাখিও আসে এখানে। এই বসন্তে এখানে জ্যাকোবিন কাক্কু, উডপেকার, ফ্লাওয়ারপেকার সানবার্ড, ওরিওলস্, এমনকি পেঁচাও দেখা যায়।’’

Advertisement

মার্লিন গোষ্ঠীর চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, ‘‘আজকাল কাজের চাপেই আমাদের সব শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। আমার মনে হয়, প্রকৃতির মধ্যে থেকে তার খেয়াল রাখা সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি। তা হলেই মানুষ ও প্রকৃতির মধ্যে সহাবস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।’’

এই প্রতিযোগিতায় যোগদানের শেষ তারিখ ৯ মার্চ। যাঁরা আগ্রহী, তাঁরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অংশগ্রহণ করতে পারেন— https://forms.gle/zL4MgZivEuz41jGN9 । যোগাযোগও করতে পারেন এই ফোন নম্বর ও ইমেল আইডিতে— 8337044587/ merlingreenframe@gmail.com

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন