Kolkata Metro

রবিবার সন্ধ্যায় নেতাজি ভবনে মেট্রোর সামনে ঝাঁপ! ঘণ্টাখানেক ভাঙা পথে চলার পর স্বাভাবিক হল পরিষেবা

প্রায় ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে ভাঙা পথে মেট্রো চলে। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের মেট্রোর সামনে ঝাঁপ! নেতাজি ভবন স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে রবিবার সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবার থমকে যায় পরিষেবা। মাঝে প্রায় ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে ভাঙা পথে মেট্রো চলে। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে।

Advertisement

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়। ময়দান ও টালিগঞ্জের মাঝে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ওই সময় প্রায় ঘণ্টাখানেক ধরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলছিল। পরে মেট্রোর তরফে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২২ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতীতে বহু বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। সপ্তাহদুয়েক আগেও এই নেতাজি ভবন স্টেশনেই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক যাত্রী। কেন এই লাইনেই একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক বার। এই প্রবণতা ঠেকাতে সাম্প্রতিক অতীতে একাধিক পদক্ষেপ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু এ সবে বিশেষ লাভ হয়নি। আবার সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement