Kolkata Metro

মহালয়া উপলক্ষে ব্লু এবং গ্রিন লাইনে বেশি ট্রেন চালাবে মেট্রো, সকাল ৯টার পরিবর্তে পরিষেবা কখন থেকে শুরু হবে?

মহালয়া উপলক্ষে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় (ব্লু লাইনে) ট্রেনের সংখ্যা বাড়ছে। বাড়ছে গ্রিন লাইনেও (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪
Share:

—ফাইল চিত্র।

মহালয়া উপলক্ষে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) পরিষেবার সংখ্যা বাড়ছে। বাড়ছে গ্রিন লাইনেও (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)।

Advertisement

মেট্রো জানিয়েছে, রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শাখায় ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৮২টি পরিষেবা চালানো হবে। অর্থাৎ, রবিবারের স্বাভাবিক পরিষেবার তুলনায় সারা দিনে আরও ৫২টি পরিষেবা বেশি। মোট ১৭৩টি পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে। সকাল ৯টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে প্রান্তিক স্টেশন থেকে পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে মেট্রো।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও রবিবারের নির্ধারিত ১০৪টি পরিষেবার পরিবর্তে ১৩৬টি পরিষেবা মিলবে। দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় প্রান্তিক স্টেশন থেকে শুরু হবে। মহালয়ার কথা মাথায় রেখেই পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement