পানশালার সামনে ধৃত সশস্ত্র দুষ্কৃতী

পূর্ব কলকাতায় বাইপাসে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম রাহুল মিশ্র। সে কসবার দাগি দুষ্কৃতী বলে পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ২২:৩৯
Share:

পূর্ব কলকাতায় বাইপাসে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম রাহুল মিশ্র। সে কসবার দাগি দুষ্কৃতী বলে পরিচিত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে প্রায় আট জন যুবক পঞ্চান্নগ্রামের কাছে একটি বারে ঢুকে মদ্যপান করে। মদ্যপান করার পর কয়েক হাজার টাকার বিল না মেটানোয় বারের কর্মীদের সঙ্গে বচসা হয় তাদের। অভিযোগ, এরপর তারা নিজেদের স্থানীয় দুষ্কৃতী সোনা পাপ্পুর লোক বলে পরিচয় দিয়ে বারের কর্মীদের হুমকি দেয়। সোমবার রাতেই ওই বারের তরফ থেকে তিলজলা থানার পুলিশকে গোটা ঘটনাটি জানানো হয়। ওই বারে ফের হামলা চালানো হবে এই আশঙ্কায় মঙ্গলবার পঞ্চান্নগ্রামে বাইপাসে পুলিশ মোতায়েন ছিল। ওই বারের মালিক নরেন্দ্র সুরানা বলেন, ‘‘বছর চারেক আগে সোনা পাপ্পু-সহ কয়েকজন যুবক বারে মদ্যপান করে টাকা না দিয়ে চলে যায়। সেইসময় তারা বন্দুক বের করে হুমকিও দেয়। ওই ঘটনার পর তিলজলা থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।’’

পুলিশ জানিয়েছে, বুধবার তিন যুবক মোটরসাইকেল করে এসে বাইপাসে ওই বারের কাছে দাঁড়ায়। সন্দেহ হওয়ার তিন যুবক বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এরমধ্যে দু’জন বাইকে পালিয়ে গেলেও একজন মাটিতে পড়ে যায়। পুলিশ তাকে ধরে ফেলে। ধৃত রাহুলের থেকে একটি দেশি বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কয়েক মাস আগে বন্ডেল গেটে গুলি চালানোর ঘটনায় রাহুল মিশ্রকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে সে জামিনে মুক্তি পায়। নাম প্রকাশে অনিচ্ছুক বারের এক কর্মচারী বলেন, ‘‘মঙ্গলবার রাতে বাইকে তিন দুষ্কৃতীর মধ্যে সোনা পাপ্পুও ছিল।’’ দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছে তিলজলার দুষ্কৃতী সোনা পাপ্পু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement