তোলা না পেয়ে হামলা ব্যবসায়ীর দোকানে

দাবি মতো তোলা দিতে রাজি না হওয়ায় ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীর উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০২:১৪
Share:

দাবি মতো তোলা দিতে রাজি না হওয়ায় ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীর উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে খড়দহ থানার এম জি রোডে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

পুলিশ সূত্রের খবর, খড়দহের এম জি রোডে ইমারতি দ্রব্যের দোকান রয়েছে ভরত সাউয়ের। তাঁর ছেলে শ্যামের অভিযোগ, দোলের দিন সকালে এক পরিচিত এসেছিলেন তাঁদের বাড়িতে। তিনি বেরোনোর সময়ে এলাকার কিছু যুবক টিপ্পনী কাটতে থাকে। শ্যাম প্রতিবাদ করলে ওই যুবকেরা বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। তার কিছু ক্ষণ পরে স্থানীয় এক দুষ্কৃতীর দুই শাগরেদ দলবল নিয়ে ভরতবাবুর দোকানে হাজির হয়। কোনও কথা না বলে সোজা দোকানে ঢুকে তারা দোলের চাঁদা বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি হননি ভরতবাবু। তিনি বলেন, ‘‘কেন চাঁদা দেব না, সেই প্রশ্ন তুলে ওরা গালিগালাজ করতে থাকে। কোনও মতেই আমি টাকা দেব না বলায়, আমাকে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে ওই দুষ্কৃতীরা চলে যায়।’’

ঘটনার পরেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভরতবাবু। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় ফের ওই দুষ্কৃতী তার সঙ্গীদের নিয়ে দোকানে আসে। কেন ওই ব্যবসায়ী থানায় গিয়েছেন সেই প্রশ্ন তুলে দোকানে ঢুকে ভরতবাবুকে ফের শাসাতে থাকে তারা। দোকানে ভাঙচুরও চালায়। বাধা দিতে গেলে মারধর করা হয় ভরতবাবুর আর এক ছেলে রাজকুমারকেও। চেঁচামেচি শুনে স্থানীয়েরা চলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement