স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট আড়াই কোটি টাকার সোনা। — ফাইল চিত্র।
বড়বাজার থেকে নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিলেন সিঁথির স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতকুমার দাস। সেই স্কুটারের ডিকিতে ছিল দু’কেজির বেশি সোনার বার। সেই সোনা নিয়ে ওয়ার্কশপে ঢোকার মুখে আচমকা একটি বাইকে চেপে কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথ আটকান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেই সোনা লুট করে পালালেন তাঁরা!
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৮টা ১০ মিনিটে সিঁথি থানা এলাকায় লুটের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সঞ্জিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের হলেও তিনি থাকেন সিঁথি এলাকাতেই। অভিযোগ, বুধবার তাঁর কাছ থেকে দু’কেজি ৩৮০ গ্রাম সোনা চুরি করে দুষ্কৃতীরা, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার সিঁথি থানায় সোনা লুটের অভিযোগ দায়ের করেন সঞ্জিত। কে বা কারা, এই লুটের নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অস্ত্র আইনে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।