মিলল খোঁজ

এনআরএসের স্টাফ কোয়াটার্স থেকে নিখোঁজ সন্দীপ রামের খোঁজ মিলল অন্ধ্রপ্রদেশে। কলকাতা পুলিশ জেনেছে, সন্দীপকে দিন কয়েক আগে অন্ধ্রের বিজয়নগরম এলাকা থেকে চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে ওই রাজ্যের পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০০:৩০
Share:

এনআরএসের স্টাফ কোয়াটার্স থেকে নিখোঁজ সন্দীপ রামের খোঁজ মিলল অন্ধ্রপ্রদেশে। কলকাতা পুলিশ জেনেছে, সন্দীপকে দিন কয়েক আগে অন্ধ্রের বিজয়নগরম এলাকা থেকে চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে ওই রাজ্যের পুলিশ। ২৬ জুলাই দুপুরে দোকানে যাচ্ছেন বলে কোয়ার্টার থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সন্দীপ। দু’দিন পরে তাঁর বাবা নিখোঁজ ডায়েরি করেন। এর পরে মুক্তিপণ চেয়ে সন্দীপের বাবার কাছে প্রথম ফোনটি আসে ৩১ জুলাই রাতে। ১ অগস্ট অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সন্দীপ নিজেই ওই ফোন করেছিলেন বলে সন্দেহ পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement