মার্কশিটে ভুল, ক্ষোভ

প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিয়েছিলেন। তবু উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ছিল ‘অনুপস্থিত’। তাই সোমবার আড়িয়াদহ শ্রীশ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েক জন ছাত্রী। তড়িঘড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেগুলি সংশোধন করে পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০২:০৫
Share:

প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিয়েছিলেন। তবু উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ছিল ‘অনুপস্থিত’। তাই সোমবার আড়িয়াদহ শ্রীশ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েক জন ছাত্রী। তড়িঘড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেগুলি সংশোধন করে পাঠানো হয়।

Advertisement

স্কুল সূত্রের খবর, এ বছর ওই স্কুল থেকে ১৪০ জন ছাত্রী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। ৩০ জনের মার্কশিটে বিভিন্ন বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়। ফলে প্রত্যেকেই অকৃতকার্য হন। গত ২৯ মে ফল প্রকাশের পরে বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রীরা। স্কুলের তরফে মার্কশিট পাঠানো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। কিন্তু তা পাওয়া যাবে এ নিয়ে সংশয় ছিল। এ দিন তার প্রতিবাদেই ছাত্রী ও অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষিকা বেবি দাস বলেন, ‘‘প্রতিটি ছাত্রীরই প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর সংসদে পাঠিয়েছিলাম। সেখানে কী ভাবে এই ভুল হল, বলতে পারব না।’’

এ দিন সংসদে খবর যাওয়ার পরে মার্কশিট সংশোধন করে দেখা যায়, প্রতিটি ছাত্রীরই প্র্যাক্টিক্যালে নম্বর রয়েছে। দুপুরেই স্কুলে চলে আসে সংশোধিত মার্কশিট। তাতে দেখা যায়, ওই ৩০ জনের মধ্যে ১৭ জন পাশ করেছেন। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব সুব্রত ঘোষ বলেন, ‘‘প্রথমে স্কুল থেকে ওই ছাত্রীদের প্র্যাক্টিক্যালের নম্বর পাঠানো হয়নি। তাই মার্কশিটে অনুপস্থিত দেখানো হয়েছিল। পরে ব্যাপারটি ঠিক করে দেওয়া হয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন