Kolkata News

ছাত্রী-শিক্ষক ‘ঘনিষ্ঠ’ ছবি ভাইরাল, নিউটাউনের স্কুলে ধুন্ধুমার

এলাকার বাসিন্দাদের দাবি, ক’দিন আগে হোয়াটসঅ্যাপে তাঁরা একটি ছবি দেখতে পান। যে ছবিতে ওই শিক্ষককে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। তাঁরা জানতে পারেন, ওই ছাত্রীর সঙ্গে রীতিমতো জোর করেই ঘনিষ্ঠ হয়েছেন ওই শিক্ষক। তার পরই কয়েকশো অভিভাবক চড়াও হন স্কুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ১৮:৫৩
Share:

স্কুলে তাণ্ডব চালাচ্ছেন এলাকাবাসী। —নিজস্ব চিত্র

স্কুলের শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ঘনিষ্ঠ’ ছবি কোনও ভাবে বাইরে চলে আসে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। তার পরেই শুরু হয়ে যায় ধুন্ধুমার। অভিযুক্ত শিক্ষককে উচিত শিক্ষা দিতে স্কুলে চড়াও হন কয়েকশো অভিভাবক। শুরু হয়ে যায় যথেচ্ছ ভাঙচুর, ইটবৃষ্টি।

Advertisement

ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার পাথরঘাটা হাই স্কুলে। ওই স্কুলের বিজ্ঞানের শিক্ষক অরিন্দমকুমার মণ্ডল। অভিভাবকদের দাবি, এর আগেও বিভিন্ন সময় ছাত্রীরা ওই শিক্ষকের নামে অভিযোগ জানিয়েছিল। একাধিক ছাত্রী ওই শিক্ষকের আচরণ নিয়ে প্রশ্ন তোলে।

এলাকার বাসিন্দাদের দাবি, ক’দিন আগে হোয়াটসঅ্যাপে তাঁরা একটি ছবি দেখতে পান। যে ছবিতে ওই শিক্ষককে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। এক অভিভাবক বলেন, “কয়েক জন অভিভাবক খোঁজ নিয়ে দেখেছেন, ছবির ছাত্রী ওই স্কুলেরই দশম শ্রেণিতে পড়ে।”

Advertisement

দেখুন ভিডিয়ো...

তাঁরা জানতে পারেন, ওই ছাত্রীর সঙ্গে রীতিমতো জোর করেই ঘনিষ্ঠ হয়েছেন ওই শিক্ষক। তার পরই কয়েকশো অভিভাবক চড়াও হন স্কুলে।

পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। —নিজস্ব চিত্র

আরও পড়ুন: প্রবেশিকা পরীক্ষার দাবিতে আন্দোলনকারীদের পাশে যাদবপুরের প্রাক্তনীরাও

স্কুল কর্তৃপক্ষ মেন গেট বন্ধ করে মারমুখী অভিভাবকদের আটকানোর চেষ্টা করলে হিতে বিপরীত হয়। তাঁরা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন। স্কুল লক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়া শুরু হয়। আটকে পড়েন শিক্ষক এবং স্কুল কর্মীরা।

আরও পড়ুন: চারতলার সিঁড়ি থেকে পড়ে মৃত বৃদ্ধা, ধোঁয়াশা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। অভিভাবকদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement