Kolkata Metro Service

দক্ষিণেশ্বর-ক্ষুদিরাম রুটে চলবে আরও বেশি মেট্রো, পাল্টাচ্ছে আপ লাইনে শেষ ট্রেনের সময়ও

ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল নেই। তবে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। ডাউন লাইনে কোনও পরিবর্তন না-থাকলেও আপ লাইনের সূচি বদলাচ্ছে সামান্য।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ২২:৩৫
Share:

— ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুক্রবার কলকাতা মেট্রোর তিন রুটের সম্প্রসারণ হয়। আর তার ঠিক পরের দিনই মেট্রোরেলের তরফে জানানো হল, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রোর সংখ্যা আরও বৃদ্ধি করতে চলেছে তারা। শুধু তা-ই নয়, আপ লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রোর সূচিও সামান্য বদলাচ্ছে।

Advertisement

মেট্রোর তরফে জানানো হয়েছে, বর্তমানে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৬২টি ট্রেন চলে। তবে সোমবার থেকে সেই সংখ্যা বাড়ছে। ২৫ অগস্ট থেকে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৮৪টি। ব্যস্ত সময়ে ওই লাইনে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল নেই। তবে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। ডাউন লাইনে কোনও পরিবর্তন না-থাকলেও আপ লাইনের সূচি বদলাচ্ছে সামান্য। মেট্রো সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। সোমবার থেকে শুক্রবারই মেট্রোর সংখ্যা বৃদ্ধি ও সূচিতে বদল থাকছে। শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন নেই।

Advertisement

শুক্রবার সম্প্রসারিত কলকাতা মেট্রোর সবুজ লাইনে (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) এসপ্ল্যানেডের সঙ্গে সংযুক্ত হয়েছে শিয়ালদহ। কমলা লাইনে দক্ষিণ কলকাতার রুবি থেকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস বরাবর মেট্রো চলবে পূর্ব কলকাতার বেলেঘাটা পর্যন্ত। আর হলুদ লাইনে নোয়াপাড়া থেকে মেট্রো যাবে বিমানবন্দর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement