মাকে মারধর, ধৃত দম্পতি

মা ও ভগ্নীপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রবিবার, সুকান্তনগর থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৭
Share:

মা ও ভগ্নীপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রবিবার, সুকান্তনগর থেকে। ধৃতদের নাম অসিত সরকার ও তরুলতা সরকার। পুলিশ জানায়, প্রমীলা সরকার নামে এক মহিলা সুকান্তনগরে তাঁর মেয়ে-জামাইয়ের সঙ্গে থাকেন। তাঁর ছেলে অসিত সপরিবার থাকেন হাবরায়। পুলিশ জেনেছে, মা ও ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘ দিনের। এ দিন অসিত ও তরুলতা প্রমীলাদেবীর বাড়ি গিয়েছিলেন। সেখানে মায়ের কাছে অসিত সম্পত্তির অধিকার দাবি করেন। তাই নিয়ে গোলমালের শুরু। অভিযোগ, প্রমীলাদেবীকে মারধর করেন অসিত ও তরুলতা। অসিতের ভগ্নীপতি বাধা দিলে তাঁকেও লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ।

Advertisement

প্রমীলাদেবী ও তাঁর জামাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে অসিত এবং তরুলতাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে রাতে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় অসিত জানান, প্রমীলাদেবী মেয়েকে সব সম্পত্তি দিয়েছেন। তাই নিয়েই গোলমাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement