Parae Samadhan

খুব ‘জরুরি’ পাড়ায় সমাধান রিপোর্ট

তার পরে নির্দিষ্ট ফর্ম্যাটটি ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট পুর দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৩:১৮
Share:

—ফাইল চিত্র

‘পাড়ায় সমাধান’ নিয়ে বিতর্ক চলছেই। তবে যাবতীয় বিতর্ক উড়িয়ে ‘পাড়ায় সমাধান’-এর রিপোর্ট জমা দেওয়ার জন্য ফের নির্দেশিকা জারি করলেন কলকাতা পুর কর্তৃপক্ষ। এ বার ‘জরুরি ভিত্তি’তে (আর্জেন্ট সাবমিশন) স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য সব দফতরের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বিরোধীদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের কর্মসূচি রাজনৈতিক চমক ছাড়া অন্য কিছু না। আবার অনেকে মনে করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে রাজ্যের ক্ষমতাসীন শাসকদল ভরসা রাখতে পারছে না বলেই এই কর্মসূচির প্রয়োজন পড়েছে।

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এর আগে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পুর পরিষেবা সংক্রান্ত এলাকাভিত্তিক অভিযোগের যাবতীয় তথ্য পুর ‘গ্রিভান্স সে‌ল’-এ জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন জারি করা নির্দেশিকায় ডিরেক্টর জেনারেলদের এক দিন অন্তর বিকেল ৫টার মধ্যে ‘পাড়ায় সমাধান’-এর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এক পুরকর্তার কথায়, ‘‘পুর কর্তৃপক্ষ এই বিষয়কে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা দ্বিতীয় বার নির্দেশিকা জারি করার মধ্যেই পরিষ্কার।’’

Advertisement

পুর প্রশাসন সূত্রের খবর, কাজের নাম, প্রস্তাবিত খরচ, কাজ শেষ হয়েছে কি না, কত শতাংশ অগ্রগতি হয়েছে, দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি না, কাজের বরাত দেওয়া হয়েছে কি না-সহ মোট ন’টি বিষয়ের রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। তার পরে নির্দিষ্ট ফর্ম্যাটটি ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট পুর দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুর প্রশাসনের একাংশ অবশ্য একে পুর কর্তৃপক্ষের ‘মরিয়া চেষ্টা’ হিসেবেই দেখছেন। এক পুর আধিকারিকের কথায়, ‘‘যেমন সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে রাত জাগতে হয় না, তেমনই সারা বছর ধরে এলাকাভিত্তিক কাজ ঠিক মতো করলে, নির্বাচনের আগে জরুরি ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিতে হত না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন