কাজে ‘গাফিলতি’, শো-কজ

কর্তব্যে গাফিলতির অভিযোগে এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ চার ইঞ্জিনিয়ারকে কারণ দর্শাতে বলল পুর-প্রশাসন। তাঁরা পুরসভার নিকাশি দফতরের বালিগঞ্জ নিকাশি পাম্পিং স্টেশনে কর্মরত। কারণ দর্শাতে বলা হয়েছে ওই পাম্পিং স্টেশনের কাজে বহাল এক বেসরকারি সংস্থাকেও। শনিবার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ জানান, তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০১:০৭
Share:

কর্তব্যে গাফিলতির অভিযোগে এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ চার ইঞ্জিনিয়ারকে কারণ দর্শাতে বলল পুর-প্রশাসন। তাঁরা পুরসভার নিকাশি দফতরের বালিগঞ্জ নিকাশি পাম্পিং স্টেশনে কর্মরত। কারণ দর্শাতে বলা হয়েছে ওই পাম্পিং স্টেশনের কাজে বহাল এক বেসরকারি সংস্থাকেও। শনিবার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ জানান, তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

পুরসভা সূত্রে খবর, জল জমা নিয়ে পুর-প্রশাসনকে বার বার সজাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু’তিন বছর এ নিয়ে উদ্যোগীও হয়েছে পুর-প্রশাসন। নিকাশি দফতরের এক ইঞ্জিনিয়ার জানান, বর্ষার আগেই পাম্পিং স্টেশনের হাল দেখতে বেরোন তারকবাবু। বালিগঞ্জ পাম্পিং স্টেশনে দেখেন ভিতরে নোংরা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার গত তিন মাসে সেখানে যাননি। তাই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement