SSKM Hospital

এসএসকেএম-এর বহির্বিভাগ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল আসামি

ওই আসামির নাম মহম্মদ সাজিদ। একবালপুর থানায় সাজিদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:৩১
Share:

এসএসকেএম হাসপাতাল।

প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দি পালিয়ে গেল এসএসকেএম হাসপাতাল থেকে। নাম মহম্মদ সাজিদ। একবালপুর থানায় সাজিদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে। সোমবার দুপুরে সাজিদকে হাসপাতালের বর্হিবিভাগে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আনা হয়। সেখান থেকেই বেলা ১টা নাগাদ পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সাজিদ। খবর দেওয়া হয়েছে পুলিশকে। সাজিদের হদিশ পেতে এসএসকেএম হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সাজিদ ২০২০ সালের নভেম্বরে একবালপুরের সাবা খাতুন নামে এক তরুণীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ। ২০২০ সালের নভেম্বর মাসেই গ্রেফতার করা হয় সাজিদকে। একই মামলায় সাজিদের স্ত্রীও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই এই মামলার চার্জশিট দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement