Ballygunge Mystery death

বালিগঞ্জে বহুতল থেকে পড়ে প্রৌঢ়ার রহস্যমৃত্যু

পাঁচ তলা থেকে পড়ে রহস্য মৃত্যু এক প্রৌঢ়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৩:৪৩
Share:

এখানেই উদ্ধার করা হয় মহিলার অচেতন দেহ। নিজস্ব চিত্র।

পাঁচ তলা থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বালিগঞ্জের আর্ল রোডের ঘটনা। কিন্তু প্রৌঢ়ার পরিবার অচেতন অবস্থায় তাঁকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে ফ্ল্যাটে নিয়ে গেলেন কেন, সেই নিয়ে ধন্দে তদন্তকারীরা।

Advertisement

বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষ হঠাৎই চমকে ওঠেন, যখন তাঁরা একটা ভারী কিছু পড়ার আওয়াজ পান। তাঁরা দেখেন যে এক মধ্যবয়সী মহিলা ফুটপাথের উপর পড়ে আছেন। কানের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে ১৬/১ আর্ল রোডের বাসিন্দা যামিনী দেশাই হিসেবে চিনতে পারেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে।

স্থানীয়দের দাবি, এর পর ওই পরিবারের লোকজন মহিলাকে তুলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান।

Advertisement

বালিগঞ্জ আর্ল রোডের এই আবাসনে ঘটেছে রহস্য মৃত্যু। নিজস্ব চিত্র।

স্থানীয় সূত্রে খবর পেয়ে বালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: এটিএমে কী করছে এত ক্ষণ? ভিতরে ঢুকতেই জানা গেল…

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রৌঢ়ার বাগানের শখ ছিল। তিনি বাড়ির ছাদে একটি বাগান করেছিলেন। বৃহস্পতিবার সকালেও সেই বাগানে ছিলেন তিনি। সওয়া সাতটা নাগাদ পরিচারক প্রেম মণ্ডলকে মই নিয়ে আসতে বলেন। সেই সময়তেই এই ঘটনা।

আরও পড়ুন: আগরপাড়ায় শাড়ির দোকানের আড়ালেই অস্ত্র কারখানা!

পরিবার সূত্রে জানা গিয়েছে যামিনী গত কয়েক মাস ধরে ফুসফুসের অসুখে ভুগছিলেন। তদন্তকারীরা এখনও নিশ্চিত নন, প্রৌঢ়ার এই মৃত্যু দু্র্ঘটনা না আত্মহত্যা। এর পেছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন